পিটার হাসকে পেটানোর হুমকি: আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা সরাসরি খারিজ

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ আরও ছয় জনের বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ফাইল ছবি

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ আরও ছয় জনের বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার মতো উপাদান না পাওয়ায় কথা বলে মামলাটি সরাসরি খারিজ করে দেন।

মামলায় প্রধান আসামি মুজিবুল হক চৌধুরী বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক। অন্য আসামিরা হলেন ইফতেখার উদ্দিন বাবু, মো. সাজ্জাদ, মো. এহসান, মো. ফরহাদ, মো. নাসির ও মোহাম্মদ সাইফুল। আসামিরা সবাই চাম্বল ইউনিয়নের বাসিন্দা।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপটারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু বাদী হয়ে এই মামলা করেছিলেন।

মামলার অভিযোগে রাজু বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করার চেষ্টা করছিলেন মার্কিন রাষ্ট্রদূত। কিন্তু অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়েছে যা ফৌজদারি অপরাধ এবং মানবাধিকারের লঙ্ঘন।

অভিযোগে তিনি আরও বলেন, গত ৬ নভেম্বর বাঁশখালীতে এক জনসভায় সব আসামিদের উপস্থিতিতে ও সহযোগিতায় পিটার হাসকে হুমকি দেন মুজিবুল হক চৌধুরী। তিনি পিটার হাসকে হত্যার হুমকি দেন এবং তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন যা ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও অবমাননাকর মন্তব্য করেছেন।

 

Comments

The Daily Star  | English

Khaleda returns home after 6 days in hospital

Thousands of party activists, along with senior BNP leaders, are escorting Khaleda's convoy back to her Gulshan residence

26m ago