ময়মনসিংহে বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২

Mymensingh.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহে বেলুন ফুলানোর সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর চর কালীবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, বেলুন বিক্রেতা ইদ্রিস আলী চর কালীবাড়ি দক্ষিণপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার ঘরে রাখা সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণে দুটি টিনের চালা উড়ে গেছে।

ওসি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।

Comments