পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন, টেস্টে মাসুদ

সব সংস্করণ থেকে পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। এর ঘণ্টা খানেক না যেতেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টিতে পাকিস্তানের নেতৃত্ব দিবেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে টেস্ট ক্রিকেটে দলটির দায়িত্বে থাকছেন শান মাসুদ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাকিস্তানের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে পিসিবি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ও দীর্ঘতম দুই সংস্করণে অধিনায়কের নাম ঘোষণা করলেও ওয়ানডে সংস্করণের দায়িত্বে কে থাকছেন তা জানায়নি দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
Presenting our captains @shani_official has been appointed Test captain while @iShaheenAfridi will lead the T20I side. pic.twitter.com/wPSebUB60m
— Pakistan Cricket (@TheRealPCB) November 15, 2023
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ পর্যন্ত অধিনায়ক নিযুক্ত করা হয়েছে মাসুদকে। আগামী ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে অধিনায়ক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট। ৩৪ বছর বয়সী মাসুদ এখন পর্যন্ত ৩০টি টেস্ট ম্যাচ খেলে এক হাজার ৫৯৭ রান করেছেন। এর মধ্যে চারটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে।
অন্যদিকে অধিনায়ক হিসেবে শাহিনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। আগামী ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ২৩ বছর বয়সী এই পেসার ৫২টি টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৬৪ উইকেট। পিএসএলে লাহোর কালান্দার্সের নেতৃত্বও দিয়েছেন এবং ২০২২ ও ২০২৩ সংস্করণে দলকে টুর্নামেন্ট জেতাতে রেখেছেন কার্যকরী ভূমিকা।
আজ কয়েক দফায় মিকি আর্থার, বাবর আজম এবং ইউনিস খানসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের সঙ্গে আলোচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফ। এছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা বলেন পিসিবি কর্তারা। এরপরেই একে একে বাবরের নেতৃত্ব ছাড়া ও নতুন অধিনায়কের নাম ঘোষণার বিষয়টি সামনে আসে।
ভারতের মাটিতে বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স উপহার দিতে না পারার কারণেই অধিনায়কত্ব ছাড়তে হয় বাবরকে। এর আগে এশিয়া কাপের মঞ্চেও চরমভাবে ব্যর্থ হয়েছিল বাবরের দল। তখন থেকেই তোপের মুখে ছিলেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে তিন সংস্করণেই চালিয়ে যাবেন তিনি।
বাবরের অধিনায়কত্বে ২০ টেস্টের ১০টিতে জিতেছে পাকিস্তান। হেরেছে ছয়টিতে, ড্র হয়েছে বাকি চারটি। দলনেতা হিসেবে ৪৩ ওয়ানডেতে ২৬টি ম্যাচ জিতেছেন বাবর। ১৫টি হারের পাশাপাশি একটি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়েছে। ৭১ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে ৪২ বার জয়ের স্বাদ দিয়েছেন বাবর। দলটি হেরেছে ২৩টি ম্যাচে। ফল হয়নি বাকি ছয়টিতে।
Comments