টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জন নিহত

মাটির দেয়াল ধসে ৪ জন নিহত হন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভারী বর্ষণে বাড়ির মাটির দেয়াল ধসে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনার পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

নিহতরা হলেন—পানিরছড়া এলাকার ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তার ছেলে শহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াসমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।

ঘটনাস্থল পরিদর্শনে আসা রাশেদ মাহমুদ জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গতকাল সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাত থেকে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে নির্মিত মাটির ঘরের দেয়াল ধসে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

ইউপি চেয়ারম্যান আরও জানান, এ ঘটনায় পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য ফকির মোহাম্মদ সম্প্রতি মাটি দিয়ে নিজেই ঘরটি তৈরি করেছিলেন।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় তাদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago