এক মাসের ছুটিতে লিটন, নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক শান্ত

Najmul Hossain Shanto & Litton Das

টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়ে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। সহ-অধিনায়ক লিটন দাসের তাই কথা ছিল এই সিরিজে নেতৃত্ব দেওয়ার। তবে নবজাতক সন্তান ও স্ত্রীর পাশে থাকতে এক মাসের ছুটি নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলকে তাই নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। 

বিশ্বকাপ থেকে ফিরেই এক মাসের জন্য ছুটির আবেদন জমা দেন লিটন। কারণ হিসেবে জানান স্ত্রী ও নবজাতক সন্তানকে পরিপূর্ণভাবে এক মাস সময় দিতে চান তিনি। বিসিবি থেকে একটি টেস্ট খেলার অনুরোধ করলেও লিটনের ছুটির প্রতি আগ্রহ দেখে তাকে অনুমতি দেওয়া হয়েছে, 'লিটন এক মাসের ছুটি চেয়েছে, দুটি টেস্ট খেলবে না। সে চাইছে পরিবারকে সময় দিতে। সে বলেছে এই একটা মাস চায় এক্সক্লুসিভলি পরিবারকে সময় দিতে। আমরা বলেছি ঠিক আছে। আমরা যদি বলি, 'তোমার খেলতে হবে'। কোনো খেলোয়াড়কে তো জোর করে খেলানো যাবে না। আমরা বলেছিলাম তুমি প্রথম টেস্ট খেলো না, দ্বিতীয় টেস্টটা খেলো। সে বলেছে নতুন সন্তান ও স্ত্রীর পাশে থাকতে চায়। যখন বারে বারে বলছিল তখন বলেছি ঠিক আছে। আজই সিদ্ধান্ত নিয়েছি তার ছুটির আবেদন আমরা গ্রহণ করব।'

ঘরের মাঠে দুই টেস্টের পর পরই নিউজিল্যান্ডে গিয়ে সীমিত সংস্ক্ররণের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে লিটন থাকবে কিনা তা জিজ্ঞেস করলে কিছুটা বিরক্তির স্বরে জবাব দেন জালাল ইউনূস,  'সেটা আলাপ করিনি। জানতে হবে তার কাছ থেকে। কোন খেলোয়াড় যদি নিজ থেকে বলে খেলতে চাই না। তাকে আপনি কিন্তু জাতীয় দলে খেলাতে পারবেন না। জাতীয় দলে খেলতে হলে কিন্তু পেশাদারিত্বটা তার হৃদয় থেকে আসতে হবে। যদি কেউ বলে যে খেলব না, তাকে আপনি জোর করে খেলাতে পারব না।'

আফগানিস্তানের বিপক্ষে সাকিব না থাকায় টেস্টে নেতৃত্বে অভিষেক হয়েছিল লিটনের। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও সাকিবের অনুপস্থিতিতে তার নেতৃত্ব দেওয়ার কথা ছিলো। কিন্তু তিনি ছুটি নেওয়ায় নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়েছে দায়িত্ব,  'সামনের দুইটা টেস্টে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক।' 

২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৬ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago