বিপিএলের আগে আর মাঠে দেখা যাবে না সাকিব-তামিমদের

Shakib Al Hasan & Tamim Iqbal
ফাইল ছবি: বিসিবি

একজন আছেন চোটে, চোটের পাশাপাশি আগামী বেশ কিছু দিন তার থাকবে নির্বাচনী ব্যস্ততা। আরেকজনে এই মুহূর্তে নতুন কোন চোটে না থাকলেও লম্বা সময় নেই খেলায়, তার খেলায় ফেরার সহসা আভাসও মিলছে না। বাংলাদেশের ক্রিকেটের দুই বড় তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে তাই বিপিএলের আগে খেলতে দেখার সম্ভাবনা নেই।

২৮ নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। আঙুলের চোটে সেখানে আগে থেকেই নেই সাকিব। প্রস্তুত না থাকায় আপাতত টেস্ট না খেলার কথা বিসিবিকে জানান তামিম।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের পর পরই কিউইদের দেশে যাবে বাংলাদেশ দল। সেখানে আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। সাকিব -তামিমকে কিউই সফরেও পাওয়া যাবে না।

নিউজিল্যান্ড সফরের আগে আঙুলের চোট ভালো হয়ে গেলেও সাকিব ব্যস্ত থাকতে পারেন নির্বাচনী কাজে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে তিনটি আসনে নমিনেশন চেয়েছেন তিনি। আগামী ৭ জানুয়ারি হবে জাতীয় সংসদ নির্বাচন। একটি আসনেও নমিনেশন পেলে ডিসেম্বর মাসজুড়ে প্রবল ব্যস্ত থাকতে হবে সাকিবকে।

তামিমের পরিস্থিতি ভিন্ন। টি-টোয়েন্টি থেকে তিনি আগেই অবসর নিয়েছেন। নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডেতেও তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমনিতে পিঠের চোটে ভোগা তামিম খেলা চালিয়ে যাচ্ছিলেন ম্যানেজ করে। বিশ্বকাপ না খেলার সময়টায় তামিম চলে যান প্রস্তুতির বাইরে। খেলার মতন ফিটনেস পেতে সময় লাগবে তার।

ডিসেম্বর মাসে তার নিজেকে প্রস্তুত করার কাজে লাগাতে পারেন তিনি। জাতীয় নির্বাচন সময় মতন হলে ডিসেম্বরের ১০ তারিখ থেকে শুরু হতে পারে বিপিএলের নতুন আসর। সেক্ষেত্রে টি-টোয়েন্টির আসরটিতে ফরচুন বরিশালের হয়ে প্রস্তুত হয়ে নামতে পারেন তামিম।

বিপিএলের পর বাংলাদেশের খেলা আছে আর আগামী মার্চে। ঘরের মাঠে সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা। সাকিব-তামিম সেই সিরিজে খেলতে পারেন। তবে নিজেদের পরিকল্পনা এখনো বিসিবিকে জানাননি তারা। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসর নেওয়া তামিমকে ঘিরে হয় চরম নাটকীয়তা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে এলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ার কোনদিকে যাবে বোঝা যাচ্ছে না। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেললেও অনেক ঘটনার পর আর তিনি থাকেননি বিশ্বকাপ দলে।

বিশ্বকাপের পর তামিম আর বাংলাদেশের জার্সিতে কবে খেলবেন তা বলতে পারছেন না কেউ।

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

14m ago