আড়াই ঘণ্টায় ঢাকা-কক্সবাজার ট্রেনের সব টিকিট শেষ

‘কক্সবাজার থেকে ঢাকা রুটের কিছু টিকিট এখনো বাকি আছে।’
কক্সবাজার এক্সপ্রেস
কক্সবাজার রেলওয়ে স্টেশন। ছবি: রাজীব রায়হান/ স্টার

ঢাকা-কক্সবাজার রুটে যাতায়াতের নতুন ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ রেলওয়ে এই টিকিট বিক্রি শুরু করেছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে কক্সবাজারের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, 'আজ সকাল ৮টা থেকে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট অনলাইনে ও রেলস্টেশনে বিক্রি করা হচ্ছে।'

আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি আরও বলেন, 'সারা দেশের মানুষ অনলাইনে ট্রেনের টিকিট কিনছেন। ঢাকা থেকে কক্সবাজার রুটের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কক্সবাজার থেকে ঢাকা রুটের কিছু টিকিট এখনো বাকি আছে।'

আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে প্রথম ট্রেন ছাড়বে বলেও জানান তিনি।

গোলাম রাব্বানী বলেন, প্রাথমিকভাবে টিকিট কাউন্টার খোলা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি সেবা চালু করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ নভেম্বর নবনির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন।

আগামী ১ ডিসেম্বর থেকে আন্তঃনগর এই ট্রেন চালু করার কথা রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে দুই ধরনের টিকিট বিক্রি করা হচ্ছে। শোভন চেয়ার ও এসি চেয়ার। ঢাকা থেকে কক্সবাজারে শোভন শ্রেণির টিকিটের মূল্য ৬৯৫ ও স্নিগ্ধা এসি চেয়ারের মূল্য এক হাজার ৩২৫ টাকা। আর কক্সবাজার-চট্টগ্রাম রুটের শোভন চেয়ারের ভাড়া ২৫০ টাকা ও স্নিগ্ধা এসি চেয়ারের ভাড়া ৪৭০ টাকা। এই ট্রেনে মোট ১৬টি কোচ রয়েছে। ১৪টি যাত্রীবাহী ও দুটি খাবারের। মোট আসন রয়েছে ৭৮০টি। এর মধ্যে শোভন শ্রেণির ৪৫০টি ও এসি চেয়ারের ৩৩০টি।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago