ট্রাকে চড়ে মহাসড়কে ঘুরে ঘুরে চুরি-ডাকাতি করতেন তারা

ডাকাত দলের সদস্য সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে পাবনা গোয়েন্দা পুলিশ। ছবি: সংগৃহীত

পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাতদলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনার গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং ডাকাতির মালামাল।

আজ শনিবার পাবনায় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

তিনি জানান, এই ডাকাত দলের সদস্যরা দুটি ট্রাকে করে মহাসড়কে ঘুরে বেড়াতেন। ট্রাকই যেন তাদের ঘরবাড়ি। একবারে ৮-১০ দিনের জন্য বাড়ি থেকে বের হয়ে যেতেন তারা। তারা মহাসড়কে ঘুরে ঘুরে বিভিন্ন জেলায় রাস্তার আশপাশের বাজারে চুরি, ছিনতাই ও ডাকাতি করতেন। তাদের ডাকাতি করা মালামাল কেনার মহাজনও আছে জেলায়-জেলায়।

কোনো এলাকায় ডাকাতি করার আগে তারা দিনের বেলা ওই নজরদারি চালিয়ে রাতে ফিরে আসতেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মাসুদ আলম বলেন, গত ৯ নভেম্বর রাতে পাবনার খাস আমিনপুর এলাকায় ব্যবসায়ী ফরমান সরদারকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মুদি দোকানে হানা দেয় ডাকাত দল। ঘটনায় পরদিন আমিনপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় দুই দিনে পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূল হোতা সেলিম হোসেনসহ ১০ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একটি ট্রাক, ২৯ বস্তা চাল, ২০০ লিটার মবিল, পাঁচটি গাড়ির টায়ার, ২৩টি এলপিজি সিলিন্ডার এবং ২ লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার বেড়া উপজেলার আমিনপুর গ্রামের সেলিম শেখ (৪৯), লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নলডগী গ্রামের রিয়াজ ওরফে মফু (৩১), নোয়াখালীর চাটখিল উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের জাফর আলী (২৯), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী (লালুয়া) গ্রামের নুর সায়েদ খন্দকার ওরফে শাহেদ (৫৭), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের সোহেল হাওলাদার (২৯), ঝালকাঠির রাজাপুর উপজেলার পিনগ্রি গ্রামের মনির ব্যাপারী (৩২), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসুরিয়া গ্রামের হাফিজুল ইসলাম ওরফে আকাশ (২৯), সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাশ গাঁতী গ্রামের সালাউদ্দিন ওরফে সম্রাট (৩৮), একই উপজেলার শিবনাথপুর গ্রামের রুবেল শেখ (৩৪) ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ইয়াসিন আরাফাত (৪২)।

তাদেরকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt bans AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

11m ago