আইপিএলে এবার যাদের ছেড়ে দিল দলগুলো

IPL

২০২২ আইপিএলে এক ম্যাচও খেলতে পারবেন না জোফরা আর্চার। তা জেনেও তাকে আট কোটি রুপিতে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। পরেরবারও ইনজুরির জন্য পুরো মৌসুম খেলতে পারেননি ইংল্যান্ডের এই পেসার। এবার ২০২৪ সালের আইপিএলের নিলামের আগে তাকে ধরে আর রাখেনি মুম্বাই ইন্ডিয়ানস।

এক ওভারে পাঁচ ছক্কা খেয়ে অনাকাঙ্খিতভাবে পরিচিতি পেয়ে গেছেন ইয়াশ দায়াল। রিঙ্কু সিংয়ের হাতে ৫ ছক্কার মার খাওয়ার পর সে আসরে খেলেছিলেন আবার। তবে এবার আগামী আসরের আগেই তাকে ছেড়ে দিল তার দল গুজরাট টাইটান্স।

বেন স্টোকস ২০২৪ আইপিএল থেকে আগেই সরে গিয়েছিলেন। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কেনা স্টোকসকেও ধরে রাখেনি চেন্নাই সুপার কিংস। স্বদেশী ১৩ কোটি ২৫ লাখ রুপির হ্যারি ব্রুককে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। জশ হ্যাজলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যাদের দলগুলো ছেড়ে দিয়েছে, তাদের মধ্যে আরও বড় নাম আছেন লোকি ফার্গুসন, জেসন হোল্ডার, টিম সাউথি, জো রুট। পরিচিত মুখের মধ্যে আছেন হার্শাল প্যাটেল, শাহরুখ খান, রাইলি রুশো, রভমান পাওয়েল, মাইকেল ব্রেসওয়েল।

একনজরে দেখে নিন কোন দল ছেড়ে দিল কোন খেলোয়াড়…

চেন্নাই সুপার কিংস: আম্বতি রাইডু, বেন স্টোকস, সিসান্ডা মাগালা, কাইল জেমিসন, ডোয়াইন প্রিটোরিয়াস, আকাশ সিং, সুব্রান্সু সেনাপতি, বাগাত ভার্মা

দিল্লি ক্যাপিটালস: রাইলি রুশো, রভমান পাওয়েল, মোস্তাফিজুর রহমান, ফিল সল্ট, চেতন সাকারিয়া, মানিশ পান্ডে, সরফরাজ খান, আমান খান, কামলেশ নাগারকোটি, রিপাল প্যাটেল, প্রিয়াম গার্গ।

রাজস্থান রয়্যালস: জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয়, জো রুট (নিজ থেকে সরে গেছেন ২০২৪ আইপিএল থেকে), কুলদিপ যাদব, মুরুগান অশ্বিন, আকাশ ভাসিস্ত, কেএম আসিফ, কেসি কারিয়াপ্পা।

পাঞ্জাব কিংস: ভানুকা রাজাপাকসে, শাহরুখ খান, মোহিত রাতে, রাজ বাওয়া, বালতেজ দান্ডা।

কলকাতা নাইট রাইডার্স: সাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড ভিসে, লোকি ফার্গুসন, টিম সাউথি, জনসন চার্লস, শার্দুল ঠাকুর, মান্দীপ সিং, নারায়ণ জাগাদিশান, উমেশ যাদব, কুলওয়ান্ত কেজরলিয়া, আরিয়া দেসাই।

সানরাইজার্স হায়দরাবাদ: হ্যারি ব্রুক, কার্তিক তেয়াগি, আকিল হোসেন, আদিল রশিদ, ভিভ্রান্ত শর্মা, সামার্থ ভায়াস।

লখনউ সুপার জায়ান্টস: ড্যানিয়েল স্যামস, কারুন নায়ার, জায়দেব উনাদকেট, মানান ভোহরা, কারান শর্মা, স্বপ্নীল সিং, আর্পিত গুলেরিয়া, সুরিয়ানস সেদগে।

গুজরাট টাইটান্স: ইয়াশ দায়াল, শ্রীকর ভারত, শিভাম মাবি, উরভিল প্যাটেল, ওডিন স্মিথ, আলজারি জোসেফ, দাসুন শানাকা, প্রদীপ সাংওয়ান।

মুম্বাই ইন্ডিয়ান্স: জোফরা আর্চার, ট্রিস্টান স্টাবস, ঝাই রিচার্ডসন, রাইলি মেরেডিথ, ক্রিস জর্দান, ডুয়ান ইয়ানসেন, হৃতিক শোখিন, রামানদীপ সিং, সান্দীপ ওয়ারিয়ের, আরশাদ খান, রাগাভ গোয়েল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: জশ হ্যাজলউড, হার্শাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েইন পারনেল, সিদ্ধার্থ কৌল, আভিনাশ সিং, কেদার যাদব, সনু যাদব।  

Comments

The Daily Star  | English
Primary school dropout rate Bangladesh

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

10h ago