বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

শান্তর শটে অবাক হয়েছিলেন জয়

Najmul Hossain Shanto
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ঝলমলে রোদে কন্ডিশন তখন ব্যাট করার জন্য বেশ উপযুক্ত। ক্রিজে এসে সেই সুযোগ কাজে লাগিয়ে বেশ আগ্রাসী হয়ে যান নাজমুল হোসেন শান্ত। দ্রুত রান তুলে ছুটছিলেন ওয়ানডে মেজাজে। অতিরিক্ত মারার চিন্তা পরে কাল হয়েছে তার। অনিয়মিত বোলার গ্লেন ফিলিপসের এমন এক বলে ক্যাচ তুলে দিয়েছেন, যেটাতে আউট হওয়াই বরং কঠিন।

টেস্ট ম্যাচে ফুলটস বলে সহজ ক্যাচে থিতু ব্যাটার বিদায় নিচ্ছেন, এমন দৃশ্য নিউজিল্যান্ডের বোলার ফিল্ডারদের মতন অবাক করেছে তখন আরেক প্রান্তে থাকা ব্যাটার মাহমুদুল হাসান জয়কেও।

২৫তম ওভারে বাংলাদেশের রান তখন ১ উইকেটে ৯২। ৩৪ বলে ৩৭ রান করে ফুটছেন শান্ত। দাপট দেখাতে থাকা স্বাগতিকরা ওই সময় খায় বড় ধাক্কা।

ফিলিপসের হাত ফসকে ছুটে যাওয়া ফুটলস বলে ছক্কায় উড়াতে গিয়ে গড়বড় হয়ে যায় শান্তর। ব্যাটের নিচের কানায় লেগে বল উঠে আকাশে। মিড অন থেকে কিছুটা পেছনে সরে সহজ ক্যাচ হাতে জমান কেইন উইলিয়ামসন।

ওই আউটে জয়ের সঙ্গে ভাঙে তার ৫৩ রানের জুটি। দিনের খেলা শেষে সর্বোচ্চ ৮৬ রান করা জয় জানান, শান্তর বিদায়ের ধরনটা তাকেও করেছিল অবাক, 'একটু তো হতাশই। আউট হয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে। এটা তো সবদিন হবে না। আমি একটু অবাক হইছি যে ফুলটসে…এর আগে অনেকগুলো ভালো শট খেলছিল।'

ক্রিজ গিয়ে এদিন শুরু থেকেই মারার তালে ছিলেন শান্ত। তবে এটা নির্দিষ্ট কোন ছক থেকে নয়, সহজাতভাবে এসেছে বলে মত জয়ের,  'শান্ত ভাই তো সাধারণত এমনভাবে ব্যাটিং করে। উনি ওনার পরিকল্পনা অনুযায়ী যেভাবে সহজাত ব্যাট করে সেভাবেই করছে। 

এদিন ফিলিপস বল করতে আসার পর থেকেই তাকে চার্জ করে খেলতে দেখা যায় বাংলাদেশের ব্যাটারদের। জয়ের মতে অনিয়মিত বোলারকে লক্ষ্য করে পরিকল্পনামতই আগ্রাসী হতে চেয়েছিলেন তারা,  'ও অনিয়মিত বোলার ছিল। আমরা যদি ওকে চার্জ না করি তাহলে হয়তো দেখা গেল ও যদি ভালো বোলিং করে মেইন বোলাররা আমাদের আরও বেশি চেপে ধরবে। আমাদের প্ল্যানে ছিল যে অনিয়মিত বোলারকে….(মারতে)। দুর্ভাগ্যজনকভাবে বাজে শট খেলে আউট হয়ে গেছি।'

এক প্রান্ত আগলে রেখে জয় টেনে নিচ্ছিলেন দলকে। ১৬৬ বলে ৮৬ রান করে কাজ অসমাপ্ত রেখে ফেরেন তিনিও। প্রথম দিনে ৯ উইকেটে ৩১০ রান তোলা বাংলাদেশ আক্ষেপ নিয়েই পার করবে রাত।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

1h ago