বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

একটা ম্যাচ খারাপ করলেই আবার সমালোচনা হবে: শান্ত

কদিন আগে বিশ্বকাপে চরম ব্যর্থতার পর সমালোচনায় বিদ্ধ হচ্ছিল বাংলাদেশ দল। ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে উঠেছিল প্রশ্ন। চারপাশে ঘিরে থাকা নেতিবাচক আবহের ভিড়ে কিউইদের বিপক্ষে টেস্ট খেলতে নামেন শান্তরা। 
Najmul Hossain Shanto
নাজমুল হোসেন শান্ত। ছবি: ফিরোজ আহমেদ

নিউজিল্যান্ডের মতন দলকে টেস্টে হারানোর পর সবার তালি পাচ্ছে বাংলাদেশ দল। তবে নাজমুল হোসেন শান্ত জানেন এই তালি গালিতে রূপান্তর হতে সময় লাগবে না। তবে মাঠের বাইরের মানুষের প্রতিক্রিয়া নিয়ে মাথা ঘামাতে চান না তিনি।

কদিন আগে বিশ্বকাপে চরম ব্যর্থতার পর সমালোচনায় বিদ্ধ হচ্ছিল বাংলাদেশ দল। ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে উঠেছিল প্রশ্ন। চারপাশে ঘিরে থাকা নেতিবাচক আবহের ভিড়ে কিউইদের বিপক্ষে টেস্ট খেলতে নামেন শান্তরা। 

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাসদের অনুপস্থিতিতে দলকে প্রত্যাশা ছিলো কম। তবে সবাইকে অবাক করে দারুণ পারফর্ম করে সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ।

চরম সমালোচনা থেকে এখন আবার প্রশংসায় ভাসছেন ক্রিকেটাররা। তবে অধিনায়ক শান্ত জানান আসলে কোন কিছুই বদল হয়নি, তালিটা গালিতে রূপ নিতে লাগবে স্রেফ এক ম্যাচ, 'কিছুই বদলায়নি (বিশ্বকাপের দল থেকে)। বাইরে কথা হতেই থাকবে। এখন অনেক ভালো কথা হবে। আবার একটা ম্যাচ খারাপ করলে অনেক খারাপ কথা হবে, সমালোচনা হবে। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। ওটা নিয়ে আমরা চিন্তাও করি না।'

'যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা প্রতি ম্যাচে কীভাবে পরিকল্পনা করে আসতে পারি, প্রক্রিয়াটা কী... সেটা নিয়মিত করার চেষ্টা করি। আজকের ম্যাচটা জিতেছি, এমন না যে সব কিছু ঠিক ছিল। এ ম্যাচে কী ভুল ছিল, এগুলো ঠিক করে কীভাবে পরের ম্যাচে এগোতে পারি সেটাই আমাদের পরিকল্পনা থাকে।'

সিরিজের আগে দায়িত্ব নিয়ে জোর গলায় জেতার কথা জানান শান্ত। তবে ফলের চিন্তা না করে প্রক্রিয়া অনুসরণ করার দিকেই ঝোঁক ছিল তাদের,  'প্রথমত যেটা আমি বলেছি, এই দুইটা ম্যাচই আমরা জেতার জন্য খেলব। আমরা জিততে পারি, এই বিশ্বাসটা যেন সবার মধ্যে থাকে। আমরা ফল নিয়ে খুব একটা চিন্তা করিনি। আমি একটা কথাই বলেছি, নির্দিষ্ট মুহূর্তে আমাদের কী করা উচিত, তা করার চেষ্টা করেছি। আমার মনে হয়, বোলাররা বিশেষ করে খুব ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করেছে। ফিল্ডাররাও ভালো করেছে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago