কুমিল্লা-ঢাকা ম্যাচ দিয়ে শুরু বিপিএল

আগামী ১৯ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই আসর।
বিপিএল ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দিনক্ষণ ঘোষণা করতে কিছুটা সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচনের পরেই হচ্ছে বিপিএলের আগামী আসর। আগামী ১৯ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই আসর। উদ্বোধনী দিনে অপর ম্যাচে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

আগের মতো এবারও দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল। শুরুটা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৬ জানুয়ারি থেকে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ফের ঢাকায় ফিরে ১৩ ফেব্রুয়ারি বিপিএল চলে যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রায় দেড় মাসব্যাপী এই আসর চলার পর ১ মার্চ ফাইনাল শেষ হবে এবারের বিপিএল। আবহাওয়ার কথা মাথায় রেখে নকআউট পর্বের ম্যাচে জন্য একদিন রিজার্ভ ডে রাখা কথা রয়েছে। উদ্বোধনী এবং ফাইনাল সহ সব নকআউট পর্বের ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

গত আসরের মতো এবারও সাতটি দল অংশ নিচ্ছে বিপিএলে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের সঙ্গে এবার নতুন নামে আসছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago