প্রথম আয় দিয়ে কী করেছিলেন অনন্যা পান্ডে

অনন্যা পান্ডে, সিদ্ধার্থ চতুর্বেদী, আদর্শ গৌরব, অনন্যা পান্ডের বাবার নাম, অনন্যা পান্ডের বয়স, অনন্যা পান্ডে কে, বলিউড,
অনন্যা পান্ডে। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে বর্তমানে তার নতুন সিনেমা 'খো গায়ে হাম কাহান' মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটির প্রধান চরিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ চতুর্বেদী ও আদর্শ গৌরব। অর্জুন ভারাইন সিং পরিচালিত সিনেমাটির ট্রেলার গতকাল মুক্তি পেয়েছে।

ট্রেলার লঞ্চের সময় অনন্যা পান্ডে জানিয়েছেন, প্রথম আয়ের চেক দিয়ে তিনি তার বোনের টিউশন ক্লাসের বেতন পরিশোধ করেছিলেন।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

অনন্যা পান্ডে, সিদ্ধার্থ চতুর্বেদী, আদর্শ গৌরব, অনন্যা পান্ডের বাবার নাম, অনন্যা পান্ডের বয়স, অনন্যা পান্ডে কে, বলিউড,
অনন্যা পান্ডে। ছবি: সংগৃহীত

প্রথম আয় নিয়ে যা বলেছেন অনন্যা

ট্রেলার লঞ্চের সময় সিনেমাটির কলাকুশলীদের জিজ্ঞেস করা হয়েছিল, তারা তাদের প্রথম আয়ের চেক দিয়ে কী কিনেছিলেন। এর উত্তরে অনন্যা পান্ডে বলেন, 'আমি আসলে বোনের টিউশন ক্লাসের বেতন পরিশোধ করেছিলাম। কারণ আমি চেয়েছিলাম কোনোভাবে ওর বেড়ে ওঠা ও শিক্ষার ক্ষেত্রে অবদান রাখতে।'

বলিউড ভক্তদের অনেকে হয়তো জানেন, অনন্যা জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডের কন্যা। কিন্তু, অনেকে হয়তো জানেন না, রাইসা পান্ডে নামে তার একটি ছোট বোন আছে।

অনন্যা পান্ডে, সিদ্ধার্থ চতুর্বেদী, আদর্শ গৌরব, অনন্যা পান্ডের বাবার নাম, অনন্যা পান্ডের বয়স, অনন্যা পান্ডে কে, বলিউড,
অনন্যা পান্ডে। ছবি: সংগৃহীত

অন্যদিকে, এই প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ চতুর্বেদী জানিয়েছেন, তিনি প্রথম আয় দিয়ে তার ভাইয়ের জন্য একটি পিএস৫ কিনেছিলেন। সিদ্ধার্থ চতুর্বেদীর ভাইয়ের বয়স এখন ১৯ বছর।

তিনি বলেন, যখন আমি ওর জন্য এটি কিনেছিলাম, তখন ভেবেছিলাম আমরা একসঙ্গে খেলব। কিন্তু, আমাদের মধ্যে এখন প্রতিযোগিতা তৈরি হয়েছে। বলেই হাসেন তিনি।

আদর্শ গৌরব একটি ভোকাল প্রসেসর কেনার কথা জানিয়েছেন।

অনন্যা পান্ডে, সিদ্ধার্থ চতুর্বেদী, আদর্শ গৌরব, অনন্যা পান্ডের বাবার নাম, অনন্যা পান্ডের বয়স, অনন্যা পান্ডে কে, বলিউড,
অনন্যা পান্ডে। ছবি: সংগৃহীত

কেন সামাজিক মাধ্যমে সক্রিয় নন অনন্যা

এছাড়া সামাজিক মাধ্যমে সক্রিয় না থাকার বিষয়েও কথা বলেন অনন্যা পান্ডে। এর পেছনের কারণ জানিয়ে তিনি বলেন, এই চলচ্চিত্রটি করার সময় আমি বুঝতে পেরেছি, আমি অনেক ভুল করেছি।

অনন্যা বলেন, 'কিছু কিছু পোস্ট সময়কে মজার ও উত্তেজনাপূর্ণ করে তোলে। কিন্তু, অনেক পোস্টের জন্য সমালোচনাও হয়, এজন্য আমি মাঝে মাঝে কাঁদতাম। তাই আমার মনে হয়েছে, এগুলো আমার জন্য বিপজ্জনক ছিল।'

'খো গায়ে হাম কাহান' নিয়ে কিছু তথ্য

সিনেমাটির ট্রেলারে তিন সেরা বন্ধুর জীবনের গল্পের একটি ঝলক দেখা যায়। তাদেরকে ঘিরে গল্পটি আবর্তিত হবে। সোশ্যাল মিডিয়ার যুগে প্রেম ও বন্ধুত্বের বিভিন্ন দৃশ্য ফুটে উঠবে সিনেমাতে। সিনেমাটি আগামী ২৬ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে প্রচার হবে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago