রেললাইন মেরামত হয়েছে, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলবে বৃহস্পতিবার থেকে

গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন মেরামতের কাজ করছেন রেলওয়ের কর্মীরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেলস্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই রুটে বৃহস্পতিবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে।

বুধবার রাত ১০টায় জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, লাইনের মেরামতের কাজ শেষ হয়েছে। সাতটি ক্ষতিগ্রস্থ বগি সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার ট্রেন চলাচল শুরু করবে। তবে সেটা কখন তা এখনো বলা যাচ্ছে না।

তিনি বলেন, শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি, ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ৩০০ ফুট রেললাইনে নতুন পাত বসানো হয়েছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশান মাস্টার সাইদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রেল চলাচল স্বাভাবিক হতে পারে।

বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোণা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতা করতে রেললাইনের একটি অংশ কেটে রেখেছিল।

এ ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। নিহত আসলাম হোসেনের (৩৫) বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১১ জন। এই ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

21m ago