বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ
মেঘলা আবহাওয়া দেখে টস জিতে অনুমিতভাবে ফিল্ডিং বেছে নেন নাজমুল হোসেন শান্ত। তবে টসের পর শুরু হওয়া বৃষ্টি কেড়ে নেয় অনেকটা সময়। পরে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে প্রথম ওভারেই শরিফুল ইসলামের জোড়া আঘাতে ভালো শুরু পায় বাংলাদেশ। পরে আরেক দফা বৃষ্টির পর ম্যাচ নেমে এসেছে ৪০ ওভারে।
ডানেডিনে রোববার প্রথম ১০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৩৭। উইকেট দুটিই পড়ে প্রথম ওভারে। শরিফুলের বলে ফিরে যান রাচিন রবীন্দ্র আর হেনরি নিকোলস।
বিশ্বকাপের পর নতুন আদলে শুরুর চিন্তায় থাকা বাংলাদেশ এই ম্যাচে একাদশে রেখেছে অভিজ্ঞ সৌম্য সরকার, এনামুল হক বিজয়কে, একাদশে এসেছেন আফিফ হোসেনও।
একাদশে জায়গা হয়নি ওপেনার তানজিদ হাসান তামিম, পেসার তানজিম হাসান সাকিব, বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেনের।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, অ্যাডাম মিল্ন, হেনরি নিকোলস, উইল ও'রোক, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়াং।
Comments