লায়নের মাইলফলকের দিনে বিধ্বস্ত পাকিস্তান 

পার্থে রোববার ৪৫০ রানের বিশাল লক্ষ্যে নামা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস স্রেফ ৮৯ রানে গুটিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ৩৬০ রানের বিশাল ব্যবধানে।
nathan lyon
টেস্টে ৫০০ উইকেট নিয়ে লায়নের উল্লাস

ন্যাথান লায়ন বল করতে আসার আগেই ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে পাকিস্তান। তবে দারুণ এক মাইলফলকের হাতছানি থাকায় ঠিকই লাইমলাইটে ছিলেন অজি অফ স্পিনার। নিজের দিকে সব আলো কেড়ে নিতে ভুল করেননি তিনি। পাকিস্তানকে বিধ্বস্ত করার দিনে টেস্টে  স্পর্শ করেছেন ৫০০ উইকেট। 

পার্থে রোববার ৪৫০ রানের বিশাল লক্ষ্যে নামা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস স্রেফ ৮৯ রানে গুটিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ৩৬০ রানের বিশাল ব্যবধানে।

প্রথম ইনিংসে দারুণ বল করে কাজটা এগিয়ে রেখেছিলেন লায়ন। ৫০০ উইকেটের ঠিকানা স্পর্শ করতে দরকার ছিলো স্রেফ এক উইকেট। তবে তার বোলিং পাওয়ার আগেই তছনছ হয়ে যাচ্ছিল পাকিস্তানের ব্যাটিং অর্ডার। 

অবশেষে পাকিস্তানের ৭ম উইকেট হিসেবে ফাহিম আশরাফকে এলবিডব্লিউ করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছান লায়ন। খানিক পর আমির জামালকেও বোল্ড করে দেন তিনি। 

দ্বিতীয় ইনিংসে পান ১৮ রানে ২ উইকেট, এর আগে প্রথম ইনিংসে বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার নিয়েছিলেন ৬৬ রানে ৩ উইকেট। পার্থের গতিময় বাউন্সি পিচে পেসারদের ঝলকের মাঝে তাই আলোটা ঠিকই নিজের উপর নিতে পেরেছেন ৩৬ পেরুনো বোলার। 

অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট পেলেন লায়ন। তার উপরে আছেন দুই কিংবদন্তি শেন ওয়ার্ন ৭০৮ উইকেট ও গ্লেন ম্যাকগ্রা ৫৬৩।  টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৮ম অবস্থানে লায়ন। তার আগে ৫০০ উইকেট নিয়েছেন আরও ৭ জন।

২ উইকেটে ৮৪ রান নিয়ে নেমে চতুর্থ দিনে উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ মিলে অস্ট্রেলিয়ার লিড নিয়ে যান পাহাড়ের চূড়ায়।  ৫ উইকেটে ২৩৩ রান তুলে ঠিক ৪৫০ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে চেপে ধরে অজিরা।

মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউড-প্যাট কামিন্স মিলে ৫৬ রানে ৫ উইকেট ফেলে দেন পাকিস্তানের। লায়ন বল হাতে নেওয়ার আগেই পড়ে যায় ৪ উইকেট। ম্যাচে তখন একটাই দোলাচল লায়নের ৫০০ উইকেট এদিন হবে তো? সমর্থকদের অবশ্য বেশি অপেক্ষায় রাখেননি লায়ন। ক্ল্যাসিকাল অফ স্পিনে গতিময়-বাউন্সি পিচেও দেখান নিজের মুন্সিয়ানা। 

বোলারদের কেউ নন, ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়ার মূল নায়ক মিচেল মার্শ। ঘরের মাঠে দুই ইনিংসেই রান পান তিনি। ৯০ ও ৬৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতে। 

দারুণ দাপুটে জয়ে পাকিস্তানিদের হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ব্যাটারদের ছন্দহীনতা, পেসারদের গতির ঘাটতি সিরিজের বাকি দুই টেস্টে চিন্তায় রাখবে শান মাসুদের দলকে। 

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

1h ago