অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো হেডকে দলে পেল সানরাইজার্স হায়দরাবাদ
আইপিএলের সীমিত পরিসরের নিলামে এবার আগ্রহের কেন্দ্রে ছিলেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ট্রাভিস হেড। একদম শুরুর ক্যাটাগরিতেই নিলামে ওঠা এই বাঁহাতি ব্যাটারকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে দলে পেল সানরাইজার্স হায়দরাবাদ।
মঙ্গলবার দুবাইতে চলমান নিলামে হেডকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে দলে পেয়েছে হায়দরাবাদ। হেডকে দলে নিতে শুরুতেই বিড করে হায়দরবাদ। তাদের সঙ্গে দ্রুতই লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস। জমে উঠে দুই দলের তুমুল লড়াই।
২ কোটি ভিত্তিমূল্য থেকে দাম বেড়ে ছাড়িয়ে যায় ৬ কোটি। শেষ পর্যন্ত হায়দরাবাদ ৬ কোটি ৮০ লাখ রুপি বিড করার পর নিজেদের মধ্যে আলোচনায় হাল ছেড়ে দেয় চেন্নাই।
নিলামে হেডের নাম ঘোষণার পর দলগুলো নিজেদের মধ্যে আলাপ করলেও কেউ বেশ কিছুক্ষণ বিড করছিলো না। বেশ কয়েক সেকেন্ড সময় নিয়ে জমে উঠে চেন্নাই-হায়দরাবাদের লড়াই।
তবে হেডের চেয়েও প্রথম সেটে বেশি দামে বিক্রি হয়েছেন ক্যারিবিয়ান রভম্যান পাওয়েল। ১ কোটি ভিত্তিমূল্য থেকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারকে ৭ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়ে নেয় রাজস্থান রয়্যালস।
ইংল্যান্ডের হ্যারি ব্রুককে রাজস্থানের সঙ্গে লড়াইয়ের পর ৪ কোটি রুপিতে দলে পায় দিল্লি ক্যাপিটালস। নিলামে নাম উঠলেও দল পাননি রাইলি রুশো, স্টিভেন স্মিথরা।
এবার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন হেড। সেমিফাইনাল ও ফাইনালে হন ম্যাচ। ফাইনালে স্বাগতিক ভারতের স্বপ্নভঙ্গ হয় তার সেঞ্চুরিতে। স্বাভাবিকভাবেই আইপিএলের নিলামে হেডকে নিয়ে তৈরি হয় আগ্রহ।
Comments