যশোর-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের এনামুল হক বাবুল

এনামুল হক বাবুল
এনামুল হক বাবুল। ছবি: সংগৃহীত

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যশোর-৪ আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক ডেইলি স্টারকে জানান, সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির নির্দেশে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন কোনো আইনি বাধা নেই।এনামুল হক বাবুলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন কোনো আইনি বাধা নেই।

Comments