‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক আসছে ৩১ ডিসেম্বর

'ওমর' সিনেমায় শরিফুল রাজ, এরফান মৃধা শিবলু, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান
‘ওমর’ সিনেমায় শরিফুল রাজ, এরফান মৃধা শিবলু, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান। ছবি: মাস্টার কমিউনিকেশনস এর সৌজন্যে

নতুন সিনেমার কাজ শেষ করছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমাটির নাম 'ওমর'। এটি তার নির্মিত পঞ্চম সিনেমা। আগামী ৩১ ডিসেম্বর সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হবে।

'ওমর'র কাস্টিংয়ে চমক রেখেছেন নির্মাতা। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তির জন্য বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এতে নাম ভূমিকার থাকছেন শরিফুল রাজ। আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু।

এ প্রসঙ্গে মোস্তফা কামাল রাজ বলেন, 'গত সেপ্টেম্বর মাসে টানা ২৫ দিন "ওমর" সিনেমার শুটিং করেছি। সিনেমার শুটিংয়ের আগে ঠিক করেছিলাম  কাউকে কোনো ছবি তুলতে দেওয়া হবে না। ইউনিটের সবাই এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করেছে। শুটিংয়ের পর ডাবিং এর কাজ শেষ, এখন চলছে বাকি সম্পাদনার কাজ। আগামী ৩১ ডিসেম্বর সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হবে। এরপর কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।'

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর আগে ৪টি সিনেমা নির্মাণ করেছেন। সিনেমাগুলো হলো—প্রজাপতি, তারকাটা, সম্রাট, যদি একদিন। এর মধ্যে তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি ছবির কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

নির্মাতা জানান, 'ওমর' এর গল্প তার আগের ছবিগুলো থেকে বাইরের জঁরা। তাই গল্পের ব্যাপারে ধারণা দিতে চাইলেন না রাজ।

অভিনেতা রাজ বলেন, 'এখন ভালো সিনেমা মাল্টিসেল করা যায়। দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ, মোটা অঙ্কে ডিজিটাল ও ওটিটি রাইটস, টিভি রাইটস, স্পন্সর সবকিছু মিলিয়ে বিনিয়োগ তুলে আনা সহজ।'

'ওমর' ছবির চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে 'মাস্টার কমিউনিকেশনস'র ব্যানারে।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago