কোপা আমেরিকায় খেলা হবে না নেইমারের
নিঃসন্দেহে সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার। হতে পারতেন ইতিহাসের অন্যতম সেরাও। কিন্তু তার পথে বরাবরই বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ইনজুরি। সেই ইনজুরি আরও একটি বড় দুঃসংবাদ শুনিয়েছে নেইমারকে। একই সঙ্গে তার ভক্তদেরও। আগামী কোপা আমেরিকায় খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান।
গত অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বাঁ হাঁটুতে চোট পান নেইমার। পরীক্ষার পর জানা যায় এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে তারা। ফলে অস্ত্রোপচার করাতে হয় তার হাঁটুতে। তখন আশা করা হয়েছিল কোপা শুরুর আগেই সেরে উঠবেন তিনি। তবে উন্নতি প্রত্যাশামাফিক না হওয়ায় কোপাতে তার খেলা হবে না বলেই জানিয়ে দিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।
ব্রাজিলের এফএম রেডিও স্টেশন রেদ ৯৮ এর সঙ্গে আলাপকালে লাসমার বলেছেন, 'আমাদের হাতে বেশি সময় নেই। পুনর্বাসনের ধাপগুলো এড়িয়ে মাঠে ফেরা বেশি তাড়াহুড়ো হয়ে যায় তার জন্য। অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। আমরা আশা করছি, অগাস্টে ২০২৪-২৫ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মাঠে ফেরার জন্য প্রস্তত হবে সে।'
'আমাদের ধৈর্য ধরতে হবে। লিগামেন্টের অস্ত্রোপচারে নয় মাসের মতো সময় লাগে সুস্থ হতে। এই সময়টাকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই ধাপগুলো অনুসরণ করি, আশা করা যায় সে পুরোপুরি সুস্থ হয়ে আবার শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবে,' যোগ করেন ব্রাজিলিয়ান দলের চিকিৎসক।
মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আগামী আসর শুরু হবে আগামী বছরের ২০ জুন থেকে। ১৪ জুলাই ফাইনাল দিয়ে শেষ হবে এই আসর। কোপায় এবার 'ডি' গ্রুপে ব্রাজিল সঙ্গে রয়েছে কলম্বিয়া ও প্যারাগুয়ে। তাদের সঙ্গে প্লে অফ খেলে যোগ দেবে কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যকার একটি দল।
Comments