ব্রাজিলের ক্লাবকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতল ম্যানচেস্টার সিটি

Manchester City

লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপে আসা ব্রাজিলের ফ্লুমিনেন্স ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াই জমাতে পারল না। একপেশে ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে শিরোপা জিতল পেল গার্দিওয়ালার দল।

শুক্রবার রাতে সৌদি আরবে প্রতিপক্ষকে ৪-০ গোলে হারায় সিটি। দলের হয়ে ২ গোল করেন হুলিয়ান আলভারেজ। এক গোল আসে ফিল ফোডেনের কাছ থেকে, অপর গোলটি আত্মঘাতি থেকে পায় ইংলিশ ক্লাব।

সিটিকে নিয়ে প্রথমবার এই টুর্নামেন্ট জিতলেও কোচ হিসেবে আরও তিনবার ক্লাব বিশ্বকাপ জেতার ইতিহাস আছে গার্দিওলার। তিনি ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে।

ক্লাব বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের চতুর্থ দল সিটি। এর আগে এই অর্জন ছিলো ম‍্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুলের।

এদিন একদম প্রথম মিনিটেই আলভারেজের গোলে এগিয়ে যায় সিটি। ২৭ মিনিটে আত্মঘাতি গোলে ব্যবধান হয় দ্বিগুণ। ৭২ মিনিটে আলভারেজের অ্যাসিস্টে দলের তৃতীয় গোল করেন ফোডেন। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চার নম্বর গোল করে উৎসবে মতেন আর্জেন্টাইন তারকা।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago