‘লেগ স্পিনার তৈরি করতে হলে ম্যাচ খেলাতে হবে’

লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের হাহাকার যেন চিরকালীন। একজন মানসম্পন্ন লেগ স্পিনারের খোঁজে নানান চেষ্টা চলেছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ভালো করতে হলে একজন লেগ স্পিনার যে ভীষণ প্রয়োজন এই তাগিদ বারবারই জানিয়ে আসছেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। নির্বাচকরাও সেই প্রয়োজনীয়তা অনুধাবন করে নিচ্ছেন উদ্যোগ।
Rishad Hossain
বাংলাদেশের জার্সিতে লেগ স্পিনার রিশাদ হোসেন

লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের হাহাকার যেন চিরকালীন। একজন মানসম্পন্ন লেগ স্পিনারের খোঁজে নানান চেষ্টা চলেছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ভালো করতে হলে একজন লেগ স্পিনার যে ভীষণ প্রয়োজন এই তাগিদ বারবারই জানিয়ে আসছেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। নির্বাচকরাও সেই প্রয়োজনীয়তা অনুধাবন করে নিচ্ছেন উদ্যোগ। এবার বিসিএলের ওয়ানডে আসরে চার লেগ স্পিনারের অন্তত এক ম্যাচ খেলা  বাধ্যবাধকতা রাখা হয়েছিল। নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, অনুশীলন করে লেগ স্পিনার তৈরি হবে না, এজন্য দরকার ম্যাচ খেলানো।

বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে খেলেন ১৮ পেরুনো লেগ স্পিনার  জেহাদুল হক জেহাদ। ২ ম্যাচ খেলে স্রেফ ৫ ওভার বল করার সুযোগ পান তিনি, তাতেই পেয়েছেন ২ উইকেট। পূর্বাঞ্চলের হয়েছে এক ম্যাচ খেলেছেন ২২ পেরুনো লেগ স্পিনার মেহেদী হাসান সোহাগ। উত্তরাঞ্চলের হয়ে ২ ম্যাচ খেলেছেন আমিনুল ইসলাম বিপ্লব। তিনি অবশ্য পরিচিত নাম। জাতীয় দলের হয়ে ১০টি টি-টোয়েন্টি খেলেছেন, পরে অবশ্য অনেকটা হারিয়ে যান। উত্তরাঞ্চলের হয়ে খেলেন ১৭ পেরুনো অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি। বিসিএলের দুই ম্যাচ খেলে তার শিকার ২ উইকেট।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল চলাকালীন লেগ স্পিনারদের উঠিয়ে আনা নিয়ে নিজেদের চিন্তা তুলে ধরেন হাবিবুল, 'আমরা অনেক দিন ধরেই একজন লেগ স্পিনারের খোঁজ করছি। অন্যান্য টুর্নামেন্টে আমরা একাদশে অতখানি ভূমিকা রাখতে পারি না। তবে বিসিবির টুর্নামেন্টে আমাদের কিছুটা ভূমিকা রাখার সুযোগ থাকে। আমি বিশ্বাস করি, শুধু অনুশীলন করে লেগ স্পিনার তৈরি করা খুব মুশকিল। লেগ স্পিনার তৈরি করতে হলে ম্যাচ খেলাতে হবে। সেজন্য আমরা একটা ম্যাচে (লেগ স্পিনার খেলানো) বাধ্যতামূলক করেছিলাম। বাকিগুলোতে কোচ যদি মনে করেন, তাদের (লেগ স্পিনার) পারফরম্যান্স ভালো, তাহলে খেলাতে পারেন।'

বিসিএলের ম্যাচগুলো দেখে এইসব লেগ স্পিনারদের আরও সুযোগ দেওয়ার প্রয়োজন বোধ করছেন এই নির্বাচক,  'আমি কক্সবাজারে যে ম্যাচগুলো দেখেছি, সেখানে কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে। তাদের যদি খেলানোর সুযোগ দেই এবং যথাযথ ব্যবহার করি... লেগ স্পিনারদের কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের কোচ যারা আছেন ও অধিনায়কত্ব যারা করেন, তাদের সাহায্য লাগবে। আমরা যতোই চেষ্টা করি, তারা যদি সাহায্য না করেন, তাহলে লেগ স্পিনার উঠিয়ে আনা খুব কষ্ট হবে। যেটুকু ম্যাচ তারা খেলেছে, আমি বলব না তারা খুব সফল। তবে আমার মনে হয়েছে, তারা যদি নিয়মিত খেলার সুযোগ পায়, প্রভাব ফেলতে পারবে।'

'দুই-একটা ইনিংসে কিন্তু আমি দেখেছি, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেওয়া, একটু রান বাঁচিয়ে দেওয়া কিংবা প্রভাব রাখা। তারা যদি নিয়মিত সুযোগ পায়, তাদেরকে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে দেখতে পারব।'

লেগ স্পিনার খেলানোর মরিয়া তাগিদ থেকে জাতীয় দলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ভালোই করছেন তিনি। প্রথম ম্যাচে ২৪ রানে ১ উইকেট পাওয়ার পর বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ ওভার বল করে মাত্র ১০ রান দিয়েছিলেন। রিশাদের পারফরম্যান্সে বেশ খুশি হাবিবুল মনে করিয়ে দেন, এই ছন্দ টানা নাও থাকতে পারে, তবু যেন সবাই এই লেগ স্পিনারের উপর আস্থাটা রাখেন সবাই, 'পরের ম্যাচে যদি রিশাদ ভালো নাও করে, তাও কিন্তু আমি হতাশ হবো না। আমার মনে হয়, সবাই যদি রিশাদের প্রতি এই ধৈর্যটা দেখাতে পারি, তাহলে কিন্তু রিশাদ ভালো করতে পারবে। গত ম্যাচে কিন্তু নিউ জিল্যান্ড উড়ন্ত সূচনা করেছিল। সেখানে রিশাদ আবার ম্যাচটা ফিরিয়ে এনেছে। লেগ স্পিনারের সৌন্দর্য এটাই। কোনো কোনো দিন অনেক রান দেবে। আবার কোনো দিন ম্যাচ জিতিয়ে দেবে। লেগ স্পিনারদের ক্ষেত্রে এই ধৈর্যটা আমরা ঘরোয়া ক্রিকেটে দেখাতে পারি না। রিশাদও খুব যে খেলার সুযোগ পায়, তা কিন্তু নয়। তবে আপনারাও দেখেছেন, সুযোগ পেলে সে যে কিছু করে দেখাতে পারে। আমাদের বাঁহাতি স্পিনার, অফ স্পিনার যারা আছে, তারা খুব নির্ভরযোগ্য। তবে লেগ স্পিনাররা অনেক সময় খেলাটা বদলে দেয়। তো ধৈর্য ধরাটা খুব জরুরি।'

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

3h ago