এই ছন্দ বিপিএলে ধরে রাখতে চান শরিফুল

Shoriful Islam
উইকেট পেয়ে শরিফুলের উল্লাস। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে শরিফুল ইসলাম এই মুহূর্তে দলের সেরা বোলার। অথচ কয়েক মাস আগেও একাদশে জায়গা নিশ্চিত ছিলো না তার। পারফরম্যান্সে দারুণ উন্নতি করে প্রভাব রাখছেন তিনি। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে হয়েছেন সিরিজ সেরা। কিউইদের মাঠে সীমিত ওভারের সিরিজে বাংলাদেশের আর কারো নেই এমন অর্জন। দেশে ফিরে বাঁহাতি পেসার জানালেন, এই ছন্দ আসছে বিপিএলেও ধরে রাখতে চান তিনি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬ উইকেট নেন শরিফুল। তার আগে ওয়ানডে সিরিজে নেন ৭ উইকেট। রোববার শেষ টি-টোয়েন্টিতে দল হারলেও ১৭ রানে ২ নিয়ে লড়াই করেন তিনি।

এই সিরিজে একটি রেকর্ডও হয়েছে শরিফুলের। ফিন অ্যালেনকে টি-টোয়েন্টি সিরিজে প্রতি ম্যাচেই আউট করেছেন তিনি। অ্যালেনকে এর আগের তিন দেখাতেও শিকার ধরেন শরিফুল। টানা ছয়টি টি-টোয়েন্টি একই ব্যাটারকে আউট করার বিরল নজির গড়েন শরিফুল।

নিউজিল্যান্ড সিরিজ শেষে বছরের প্রথম দিন লম্বা বিমান ভ্রমণের ধকল সয়ে সোমবার মাঝরাতে দেশে ফেরে বাংলাদেশ দল। বিমানবন্দরে নেমে শরিফুল গণমাধ্যমের সামনে হাজির হয়ে জানান দল আরেকটু ভালো করলে বেশি তৃপ্তি পেতেন তিনি,  'আলহামদুলিল্লাহ, আমার বছরটা খুব ভালো গিয়েছি। কিন্তু আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম দলগতভাবে তাহলে আরও ভালো লাগত।'

'ভালো একটা সিরিজ গিয়েছে। টি-টোয়েন্টি সিরিজ আমাদের পক্ষেই ছিলো। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি না হলে হয়ত আমরাই জিততাম।'

নিউজিল্যান্ডের মাঠে সীমিত ওভারের খেলায় এর আগে কেবল হারই দেখেছে বাংলাদেশ। ২৭ হার নিয়ে গিয়ে এবার ওয়ানডেতে আসে প্রথম জয়, পরে টি-টোয়েন্টিতেও জেতে বাংলাদেশ। প্রথমবার সেদেশে রঙিন পোশাকের খেলায় কোন বাংলাদেশি ক্রিকেটার হন সিরিজ সেরা। তার আশা আগামীতে এটা হতে থাকবেন নিয়মিত দৃশ্য, 'কেবল তো শুরু। আগামীতে আরও অনেকেই হবে (নিউজিল্যান্ডের মাঠে সিরিজ সেরা)। এখন থেকেই আমরা ঘুরে দাঁড়াবো। যেকোনো কন্ডিশনে গেলেই সেরাটা দেওয়ার চেষ্টা করব।'

দেশে ফিরে কদিনের বিশ্রামের পর নামতে হবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির আসর বিপিএলে। দুর্দান্ত ঢাকার হয়ে এই আসরে দেখা যাবে শরিফুলকে। বাঁহাতি পেসার আন্তর্জাতিক ক্রিকেটের ছন্দ ধরে রাখতে চান ঘরোয়া আসরে,  'অবশ্যই (বিপিএলে ভালো করার আত্মবিশ্বাস)। কারণ গত কিছু ম্যাচ আমি ভালো খেলেছি। এটা আমাকে বোস্টআপ করবে বিপিএলে ভালো খেলার জন্য। আমি চেষ্টা করব ধারাবাহিকতা ধরে রাখতে।'

Comments

The Daily Star  | English

Garment exports drop 12% in Q4

US trade measures and the NBR strike weighed on shipments

1h ago