ঘন কুয়াশায় আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় কমে গেছে দৃষ্টিসীমা | ফাইল ছবি | ছবি: প্রথম আলো সৌজন্যে

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে রাত সোয়া ১০টায় একই কারণে আরিচা-কাজিরহাট রুটেও সংস্থাটি ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শাহ আলী ফেরি পাবনার কাজিরহাট ঘাটে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙ্গর করে আছে। অন্য ফেরিগুলো মানিকগঞ্জের আরিচা ঘাটে নোঙ্গর করে রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।'

খালেদ আরও বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মাঝনদীতে কেরামত আলী, শাহ পরাণ, গোলাম মওলা ও ঢাকা ফেরি যাত্রী-যানবাহন নিয়ে নোঙ্গর করে আছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে চারটি এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি অপেক্ষা করেছে।'

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

2h ago