‘গেম অব থ্রোনস’ এর ৩ অ্যানিমেটেড স্পিনঅফ আসছে

‘হাউজ অফ ড্রাগন’ এর প্রিকুয়েল ‘নাইন ভয়েজেস’ সিরিজটিও অ্যানিমেটেড হবে বলে জানিয়েছেন জর্জ আর আর মার্টিন

বিখ্যাত আমেরিকান লেখক জর্জ আর আর মার্টিন সম্প্রতি 'গেম অব থ্রোনস' অনুরাগীদের জন্য রোমাঞ্চকর তথ্য দিয়েছেন।

সম্প্রতি এক ব্লগ পোস্টে তিনি জানান, তার বিখ্যাত ফ্যান্টাসি ধারবাহিক 'সং অব আইস অ্যান্ড ফায়ার' এর ওপর ভিত্তি করে তিনটি অ্যানিমেটেড সিরিজ নির্মাণ হতে চলেছে। যদিও এখনো পর্যন্ত এর কোনোটিই নিশ্চিত নয়, তবে এইচবিও'র সাথে এগুলো নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে বলে জানান তিনি।

৭৫ বছর বয়সী লেখক তার ব্লগ পোস্টের শুরুতেই নেটফ্লিক্স অ্যানিমেটেড সিরিজ 'ব্লু আই সামুরাই' এর প্রতি মুগ্ধতা জানান। প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, 'ব্লু আই সামুরাই' দুর্দান্ত। যদি আপনি সচারচর অ্যানিমেশন না দেখে থাকেন, তবুও একবার এটা দেখার চেষ্টা করবেন। এটা অসাধারণ। আপনি যদি আমার কাজ পছন্দ করে থাকেন, আমি মনে করি এটাও আপনার পছন্দ হবে।'

এ সিরিজ থেকেই অ্যানিমেশনের অনুপ্রেরণা পেয়েছেন মার্টিন। তিনি বলেন, 'এইচবিও ও আমার নিজস্ব কিছু অ্যানিমেটেড প্রজেক্ট রয়েছে, যা 'সং অব আইস অ্যান্ড ফায়ার' এর জগতের প্রেক্ষাপটে রচিত। কোনটিই এখন পর্যন্ত অনুমোদন পায়নি তবে আমার মনে হয় কয়েকটি প্রজেক্টে পরবর্তী ধাপে আগানোর মতো পর্যায়ে চলে এসেছি।'

তিনি আরও বলেন, 'কয়েক বছর আগে যখন প্রজেক্টের শেষ রাউন্ডের কাজ চলছিল তখন আমাদের কাছে অ্যানিমেটেড সিরিজের জন্য চারটি আইডিয়া ছিল, যেখানে কিছু দুর্দান্ত প্রতিভার মানুষ যুক্ত ছিলেন। রাইটার্স রুম ও সামিট, আউটলাইন এবং স্ক্রিপ্ট সবকিছুর কাজ যথাসময়ে শেষ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে অন্য দুইটি প্রজেক্ট পরে স্থগিত হয়ে যায়।'

চলমান প্রজেক্ট কবে পর্দার সামনে আসবে সে বিষয়ে না জানালেও জনপ্রিয় সিরিজ 'হাউজ অফ ড্রাগন' এর প্রিকুয়েল 'নাইন ভয়েজেস' সিরিজটি অ্যানিমেটেড হবে বলে জানিয়েছেন তিনি।

মার্টিন বলেন, 'অন্য দুটি অ্যানিমেটেড প্রজেক্টের কাজ দ্রুতই এগোচ্ছে। এছাড়া, ইতোমধ্যে আমরা আমাদের সিরিজ 'নাইন ভয়েজেস' এর কাজ চলছে, যা সি স্নেকের কাল্পনিক সমুদ্রযাত্রার গল্প নিয়ে নির্মিত। সিরিজটি লাইভ অ্যাকশনের বদলে হবে অ্যানিমেটেড সিরিজ।'

লাইভ অ্যাকশনের বদলে অ্যানিমেটেড কেন, এ বিষয়ে তিনি বলেন, 'বাজটের সীমাবদ্ধতা লাইভ অ্যাকশনের নির্মাণাধীন খরচ ব্যয়বহুল করে তুলেছে। সিরিজের অর্ধেক শুটিং সমুদ্রে করা, প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন পোর্ট তৈরি করা, 'ড্রিফ্টমার্ক টু লাইস ব্যাসিলিস্ক আইল টু ভোলান্টিস টু কার্থ'সহ আরও কত কী! পুরো পৃথিবীই পড়ে রয়েছে দেখানোর জন্য। আমাদের কাছে অ্যানিমেশনের মাধ্যমে সেগুলো দেখানোর একটি ভালো সুযোগ রয়েছে। তাই বর্তমানে তিনটি অ্যানিমেটেড প্রজেক্টের কাজ চলমান রয়েছে।'

সবশেষে তিনি বলেন, 'এগুলোর মুক্তি কবে? জানার কোনো উপায় নেই। হলিউডে কোনো কিছুই নিশ্চিত নয়। কিন্তু যদি কম করে হলেও দুই-তিনটি শো মুক্তি দেওয়া সম্ভব হয় আমি আশা করি সেগুলো আমরা "ব্লু আই সামুরাই" এর মতো চমৎকার এবং আকর্ষণীয় করে তুলতে পারব। আমরা অবশ্যই তা করার চেষ্টা করব।'

প্রসঙ্গত, এইচবিও এর বিশ্বব্যাপী জনপ্রিয় আট-সিজন সিরিজ 'গেম অব থ্রোনস' মার্টিন রচিত ফ্যান্টাসি উপন্যাস ধারাবাহিক 'আ সং অব আইস অ্যান্ড ফায়ার' এর প্রথম ভলিউম 'গেম অফ থ্রোনস (১৯৯৬)' এর কাহিনী অবলম্বনে নির্মিত। জনপ্রিয় সিরিজ 'হাউজ অব ড্রাগন' ও ২০১৮ সালে প্রকাশিত মার্টিনের 'ফায়ার অ্যান্ড ব্লাড' উপন্যাস ভিত্তি করে নির্মিত, যার গল্প 'গেম অব থ্রোন্স' এর ২০০ বছর আগের সময়ের প্রেক্ষাপটে রচিত।

দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে 'হাউস অব দ্য ড্রাগন' এর দ্বিতীয় সিজন, যা এ বছরেই মুক্তি পেতে চলেছে।

Comments

The Daily Star  | English
What constitutes hurting religious sentiments

Column by Mahfuz Anam: What constitutes hurting religious sentiments?

The issue of religious tolerance have become a matter of great concern as we see a global rise in narrow-mindedness, prejudice and hatred.

8h ago