ভোটের আগেই ব্যালটে সিল: স্বতন্ত্র প্রার্থীর ষড়যন্ত্র বললেন শিল্পমন্ত্রী

ভোটের আগেই ব্যালটে সিল: স্বতন্ত্র প্রার্থীর ষড়যন্ত্র বললেন শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ভোট শুরুর আগেই নরসিংদী ৪ (মনোহরদী-বেলাব) আসনের একটি কেন্দ্রে ব্যালটের ১২টি বইয়ে নৌকা প্রতীকে সিল থাকার ঘটনাকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, তাকে ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য স্বতন্ত্র প্রার্থী এই ঘটনা ঘটিয়েছেন।

আজ রোববার দুপুরে মনোহরদী এলাকায় তার বাসভবনের সামনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, 'এটা একেবারে পরিষ্কার। এখানে ভোটই শুরু হয়নি, সকাল ৮টা থেকে শুরু হবে। এটা (ব্যালট পেপার) প্রিসাইডিং অফিসারের কাছে ছিল। আমার যে প্রতিপক্ষ, তারাও তো নৌকার লোকই। তারা সেখানে আওয়ামী লীগার সেজে সেগুলো করে আমাকে প্রশ্নবিদ্ধ এবং নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ৫টা-৬টার সময় এটাকে...যখন ব্যালট শুরুই হয় ৮টায়। তার আগে কীভাবে ঘটবে? কীভাবে নিলো? তারা ওখানে ম্যানেজ করে এই কাজটি করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে, যাতে প্রধানমন্ত্রী এবং আমাদের নির্বাচনকে আজকে প্রশ্নবিদ্ধ করা যায়।'

তিনি আরও বলেন, 'আজকে নৌকার নামধারী যারা, যারা কখনোই নৌকার ছিল না তারা এটি করেছে। অত্যন্ত খোলামেলাভাবে করেছে তারা। কারচুপি হয় তো তখন ব্যালট মারতে গেলে, ভোট কাটতে গেলে তখন। সে সময় কেউ তো ছিলই না। কাজেই হাস্যকর অভিযোগ এটা। কে কেটেছে তাকে দেখায়নি, শুধু ব্যালটগুলো দেখিয়েছে।'

Comments

The Daily Star  | English

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Earlier this month, OFAC, the US Treasury agency authorised Dhaka to proceed with the payments under certain conditions

10h ago