কাজী জাফর উল্যাহকে তৃতীয়বারের মতো হারিয়ে জয়ী নিক্সন

তাদের মধ্যে ব্যবধান ২৩ হাজার ৯৬৯ ভোটের।
কাজী জাফর উল্যাহকে তৃতীয়বারের মতো হারিয়ে জয়ী নিক্সন
মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ছবি: সংগৃহীত

টানা তিনবারের মতো নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহকে হারিয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

রোববার রাতে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত বেসরকারি চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচনে মজিবুর রহমান নিক্সন পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্যাহ পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৬৬ ভোট। তাদের মধ্যে ব্যবধান ২৩ হাজার ৯৬৯ ভোটের।

ওই আসনে এই দুই জন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন, তরিকত ফেডারেশনের মাকসুদ আহম্মেদ, সুপ্রিম পার্টির মো.আলমগীর কবির, বাংলাদেশ কংগ্রেসের নাজমুন নাহার ও তৃণমূল বিএনপির প্রিন্স চৌধুরী।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago