সহিংসতা পরিহার, মানবাধিকার নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে সব পক্ষকে সব ধরনের সহিংসতা বন্ধ এবং প্রত্যেকের মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক আজ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'বাংলাদেশে গণতন্ত্র সুসংহতকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি অপরিহার্য।

তিনি আরও বলেন, সহিংসতার যেসব খবর দেখতে পাচ্ছি সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবশ্যই উদ্বিগ্ন।

বাংলাদেশের 'নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত' জনগণের পাশে দাঁড়াতে জাতিসংঘ মহাসচিব কী পদক্ষেপ নিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর নির্বাচন বয়কটের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করে।

আওয়ামী লীগ জাতীয় সংসদের ২৯৮টি আসনের মধ্যে ২২২টিতে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে।

 

Comments

The Daily Star  | English

Bangladesh demands $4.52 billion in financial claims from Pakistan

"We raised the historical unsettled issues with Pakistan, including a formal public apology," says foreign secy

1h ago