ক্রেতা সেজে দুই কচ্ছপ বিক্রেতাকে ধরল বনবিভাগ

উদ্ধার হওয়া ১২টি 'সুন্দি' প্রজাতির কচ্ছপ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ১২টি কচ্ছপসহ দুইজন কচ্ছপ বিক্রেতাকে আটক করেছে বনবিভাগের একটি দল। আজ বুধবার দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন লালদিঘীর পশ্চিম পাড় এলাকা থেকে ক্রেতা সেজে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগের কর্মকর্তারা।

আটক দুজন হলেন কক্সবাজারের মহেশখালী এলাকার আদেশ বড়ুয়া (৫৫), একই এলাকার রিপু বড়ুয়া (৩৭)।

বন্য প্রাণী সংরক্ষণ আইনে যেকোনো প্রজাতির কচ্ছপ ধরা, মারা ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৪ (খ) এবং ৪১ ধারা অনুযায়ী মামলা করেছে বনবিভাগ।

বনপ্রাণী বিভাগ চট্টগ্রামের শহর রেঞ্জার মোহাম্মদ ইসমাইল ডেইলি স্টারকে বলেন, আমাদের কাছে খবর ছিল ওই এলাকায় নিয়মিত কচ্ছপ বিক্রি করে একটি চক্র। মঙ্গলবার ক্রেতা সেজে বনবিভাগের দুইজন কচ্ছপ কিনতে যান। পরে ওই চক্রের একজন সদস্য বুধবার কচ্ছপ সরবরাহ করা যাবে বলে জানান। বুধবার সেখানে গেলে তারা কচ্ছপগুলো সরবরাহ করে। এরপর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

উদ্ধার কচ্ছপগুলো 'সুন্দি' প্রজাতির। স্থানীয়ভাবে এগুলো চিতা কাছিম নামে পরিচিত।

রেঞ্জার বলেন, মামলা দায়েরের পর আটকদের আদালতে পাঠানো হয়েছে। কচ্ছপগুলো নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়ার কাজ চলছে।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

20m ago