এবার মিচেল-ফিলিপস ঝড়ে উড়ে গেল পাকিস্তান

ডানেডিনে আগের ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিলো নিউজিল্যান্ডের। শুক্রবার ক্রাইস্টচার্চে চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যবধান আরও বাড়াল স্বাগতিক দল। পাকিস্তানকে ৭ উইকেটে অনায়াসে হারালো তারা।
Daryl Mitchell & Glenn Phillips

বাকিদের ব্যর্থতার ভিড়ে পাকিস্তানকে টেনে দেড়শো ছাড়ানো পুঁজি এনে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। রান তাড়ায় নেমে শুরুতে শাহিন আফ্রিদির তোপে দ্রুত তিন উইকেট হারালেও ড্যারেল মিচেল আর গ্লেন ফিলিপস মিলে খেললেন দুরন্ত দুই ইনিংস। তাতে একদম লড়াই জমাতে পারল না পাকিস্তান।

ডানেডিনে আগের ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিলো নিউজিল্যান্ডের। শুক্রবার ক্রাইস্টচার্চে চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যবধান আরও বাড়াল স্বাগতিক দল। পাকিস্তানকে ৭ উইকেটে অনায়াসে হারালো তারা।

আগে ব্যাট করে রিজওয়ানের ৬৩ বলে ৯০ রানে ১৫৮ পর্যন্ত যেতে পারে পাকিস্তান। জবাবে ২০ রানে ৩ উইকেট পড়ার পরও বিপদে পড়েনি কিউইরা।

১৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেছেন মিচেল-ফিলিপস। মিচেল ৪৪ বলে অপরাজিত থাকেন ৭২ রানে, ফিলিপস ৫২ বলে করেন ৭০ রান।

১৫৯ রানের লক্ষ্যে নেমে শুরুতেই শাহিনের পেসে কাবু হয়ে গিয়েছিলো নিউজিল্যান্ড। ফিন অ্যালেন, টিম সেইফার্টকে প্রথম ওভারেই তুলে নেন তিনি। তৃতীয় ওভারে উইল ইয়ংকেও ফিরিয়ে দেন তিনি।

এরপর আর কোন বিপদ নয়। ক্রিজে গিয়ে কিছুটা সময় নিয়ে থিতু হয়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন মিচেল-ফিলিপস। তাদের আর কোনভাবেই আলগা করতে পারেনি সফরকারীরা।

মিচেল ৭২ করতে মেরেছেন ৭ চার, ২ ছক্কা, ফিলিপস পাঁচ চারের সঙ্গে মারেন তিন ছয়।

টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ওভারেই হারা ওপেনার সাইম আইয়ুবকে। রিজওয়ান এক প্রান্তে রান বাড়ালেও আরেক পাশে চলতে থাকে আসা যাওয়ার মিছিল।

বাবর আজম তিনে নেমে দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন। কিন্তু ১১ বলে ১৯ করে থামেন তিনি। মিডল অর্ডারে দলকে হতাশ করেন ফখর জামান, শাহিবজাদা ফারহান, ইফতেখার আজমেদরা। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ ৯ বলে ২১ করলে দেড়শো ছাড়িয়ে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান।

তবে ক্রাইস্টচার্চের মাঠে থিতু থাকা ব্যাটারদের জন্য ওই লক্ষ্য খুব বেশি চ্যালেঞ্জিং ছিলো না।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

2h ago