স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি কেনার অনুমোদন

প্রতীকী ছবি

আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সুইজারল্যান্ডভিত্তিক টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড ৪৭০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে এই এলএনজি সরবরাহ করবে।

এই কার্গো প্রায় ৩৩ দশমিক ৬০ লাখ এমএমবিটিইউ এলএনজি সরবরাহয় করবে, যার প্রতি ইউনিটের খরচ পড়বে ১০ দশমিক ৮৮ ডলার।

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত করোনা মহামারির পরবর্তী প্রথম ব্যক্তিগত বৈঠক এটি।

এ ছাড়া, রমজানকে সামনে রেখে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ও ১ কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান অয়েল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

আমদানিকৃত এই মসুর ডালের দাম পড়বে ১০৫ কোটি ৪৫ লাখ টাকা এবং রাইস ব্রান অয়েলের দাম পড়বে ১৮৯ কোটি ৬০ লাখ টাকা।

 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

4h ago