কোভিড-১৯ পজিটিভ হয়েও ব্রিসবেন টেস্টে খেলবেন গ্রিন!
করোনাভাইরাসে আক্রান্তের হার তিন-চার বছর আগের ভয়াল সময় থেকে কমে একদমই সীমিত। তবু কেউ কেউ এখনো তাতে আক্রান্ত হচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিসবেন টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে হানা দিয়েছে কোভিড-১৯। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনান্ডের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
তবে করোনা আতঙ্কের যুগ পেরিয়ে যাওয়ায় সুস্থ থাকলে গ্রিনের খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিড-১৯ পজিটিভ হলেও সুস্থ থাকলে একাদশে রাখা হবে তাকে। কোচকেও রাখা হবে দলের সঙ্গেই।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, 'নেগেটিভ আসার আগ পর্যন্ত গ্রিন ও ম্যাকডোনাল্ডকে একটু আলাদা রাখা হবে। তবে তাতে ব্রিসবেন টেস্টে তাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে না।'
এদিকে অ্যাডিলেড টেস্টের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধুঁকছিলেন ট্রেভিস হেড। ব্রিসবেনে একদিন পর দলে যোগ দেন তিনি। তার নতুন কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। নেগেটিভ না এলেও অবশ্য কিছু নিয়ম মেনে হেডকে খেলানোর সিদ্ধান্ত ছিল অস্ট্রেলিয়ার।
অ্যাডিলেড টেস্টে নতুন ব্যাটিং পজিশন পান গ্রিন। স্টিভেন স্মিথ ওপেনিংয়ে উঠে যাওয়ায় চার নম্বর পজিশন এখন তার। অ্যাডিলেডে এক ইনিংস ব্যাট করে রান না পাওয়া ডানহাতি ব্যাটারের সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ ব্রিসবেনে।
Comments