ফারুকী এখন বিপদমুক্ত: তিশা

ফারুকী ‘শঙ্কামুক্ত’, আছেন নিবিড় পর্যবেক্ষণে
মোস্তফা সরয়ার ফারুকী। স্টার ফাইল ফটো

হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন 'বিপদমুক্ত' আছেন।

আজ বুধবার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন এ তথ্য।

ফারুকীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে গত সোমবার সন্ধ্যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছেন। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

তিশা লিখেছেন, 'প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়। শুধু একটু ধৈর্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আল‌‌‌হামদুলিল্লাহ। কিছু দিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ।'

তিনি আরও লিখেছেন, 'অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকেরই ফোন ও এসএমএসের উত্তর দিতে পারিনি। তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এতো দোয়া আর ভালোবাসার জন্য।'

ফারুকীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, ডুব ইত্যাদি।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো অভিনয়ও করেছেন ফারুকী। সেখানে তার সঙ্গে পর্দায় ছিলেন তিশাও।

 

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

20m ago