আলু, পেঁয়াজ, ডিমের মূল্যবৃদ্ধি তদন্তে কমিটি গঠনের আদেশ হাইকোর্টের

হাইকোর্ট
ফাইল ছবি

আলু, পেঁয়াজ, ডিমসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে এসব পণ্যের মূল্যবৃদ্ধি রোধে তাদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রুলে কৃষিপণ্যের যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের জন্য উৎপাদিত পণ্যের আশপাশে বাজার অবকাঠামো নির্মাণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।

আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

Comments

The Daily Star  | English

Confronting Dhaka’s battery-run rickshaw dilemma

One of the more recent manifestations of informal urban expansion is the proliferation of battery-run rickshaws.

6h ago