সিলেটে সাকিব-তামিমের সঙ্গে পর্যালোচনা কমিটির ‘গতিশীল আলোচনা’

Shakib Al Hasan & Tamim Iqbal
সাকিব-তামিম আনুষ্ঠানিকতা মেনে ম্যাচ শেষে হাত মেলালেও কেউ করো সঙ্গে কথা বলেননি (বিপিএলের দশম আসরের ছবি)। ফাইল ছবি: ফিরোজ আহমেদ/স্টার

গত ওয়ানডে বিশ্বকাপে চরম বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করতে পর্যালোচনা কমিটি করেছিল বিসিবি। তদন্ত কমিটির আদলে এই পর্যালোচনা কমিটি দুই মাস ধরে নানান ক্রিকেটার ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর অবশেষে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান এবং নাটকীয় কারণে বিশ্বকাপে না থাকা তামিম ইকবালের সঙ্গে।

সোমবার দুই তারকার সঙ্গে কথা বলতে সিলেটে উড়ে যান এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন কমিটি। কমিটির অন্য দুই সদস্য মাহবুব আনাম ও আকরাম খান। গ্র্যান্ড সিলেট হোটেলে সাকিব ও তামিমের সঙ্গে আলাদা করে আলোচনা করেন তারা।

দুপুরে সেই আলোচনা থেকে বেরিয়ে গণমাধ্যমের সামনে হাজির হন সিরাজ। তিনি জানান দুই ক্রিকেটারের সঙ্গে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে তাদের বিশদ আলোচনা হয়েছে,  'আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব। যেহেতু এখানে (সিলেটে) পেয়েছি দুজনকে। সেজন্য সকালে এসে কথা বলে এখন চলে যাচ্ছি।'

তবে কি কথা হয়েছে তা গণমাধ্যমে জানাতে রাজী হননি তিনি, 'এটা মিডিয়াতে বলার মতো না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে যখন সময় আসবে আপনারা একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি।'

সবার সঙ্গে আলোচনায় পাওয়া কারণ বের করে বিসিবির বোর্ড সভায় প্রতিবেদন জমা দেবেন তারা। অভিজ্ঞ ক্রীড়া সংগঠন সিরাজ বলেন আলোচনা গতিশীল থাকলেও তা ফলপ্রসূ কিনা তিনি বলতে পারছেন না,  'আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারব না। আমি বললাম আলোচনা গতিশীল হয়েছে। দু'জনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব।'

বিশ্বকাপের আগে সাকিব-তামিমের ব্যক্তিগত দ্বন্দ্ব আসে আলোচনায়। বিশ্বকাপ খেলা, না খেলা নিয়ে নানান দোলাচলে পরে আর দলে থাকেননি তামিম। বিশ্বকাপে যাওয়ার আগের দিন একটি গণমাধ্যমে বিস্ফোরক সাক্ষাতকার দেন সাকিব। সেখানে তামিমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন তিনি।

তবে এই দুই তারকার দ্বন্দ্ব বিষয়ে কিছু বলতে চাননি পর্যালোচনা কমিটির প্রধান,  'আপনি যেটা দ্বন্দ্ব বলছেন, আমরা আমলে আনছি না। স্থায়ী কিছু না এটা। সব কিছু সমাধান যোগ্য যদি সমাধান করতে চান। এবং সমাধান করতে জানেন।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

6h ago