ইজতেমায় ডিউটিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় পুলিশের এক সদস্য মারা গেছেন।

আজ শুক্রবার সকাল ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসান মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত ছিলেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান। 

পুলিশ জানায়, এএসআই হাসান একটি মোটরসাইকেলে ইজতেমায় ডিউটিতে আসছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় আসলে পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। টঙ্গী থানা পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago