রবীন্দ্র-উইলিয়ামসনের সেঞ্চুরির দিনে ছয় অভিষিক্ত নিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা 

rachin ravindra and kane williamson

ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরের জন্য নিউজিল্যান্ডে এবার একদম আনকোরা টেস্ট দল পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে অভিষিক্ত ছয় ক্রিকেটারকে নিয়ে একদম দিশেহারা অবস্থা তাদের। রাচিন রবীন্দ্র আর কেইন উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড আছে শক্ত অবস্থানে।

মাউন্ট মঙ্গানুইতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে গিয়েছিলেন নেইল ব্র্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে এই সিরিজে নেতৃত্ব দেয়া ব্র্যান্ডেরও এটি অভিষেক টেস্ট।

ব্র্যান্ডের সিদ্ধান্ত বুমেরাং করে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৫৮। উইলিয়ামসন ১১২ আর রাচিন ১১৮ রান নিয়ে ক্রিজে আছেন।

প্রোটিয়াদের শুরুটা অবশ্য ছিলো ভালো। সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে দ্বিতীয় ওভারে ডেভন কনওয়েকে তুলে নেন সেপো মোরেকি। দলের ৩৯ রানে ডান পাটেরসনের শিকার হন ২০ করা টম ল্যাথাম।

এরপর আর কোন বিপর্যয় নয়। পুরো দিনে প্রোটিয়াদের ক্লান্ত করে গেছেন রাচিন-উইলিয়ামসন। তৃতীয় উইকেটে ৪১৯ বল সামলে দুজনে তুলেছেন ২১৯ রান। দ্বিতীয় দিনে স্কোরটাকে আরও অনেক বড় করে নেওয়ার সুযোগ তাদের।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago