ছবিতে
স্মৃতি গন্ধমাখা সেইসব খেলা

ছবি: হাবিবুর রহমান
কানামাছি, গোল্লাছুট, দাড়িয়াবান্ধা- গ্রামীণ এসব খেলার স্মৃতি হয়ত অনেকের শৈশবের প্রধান ছবি। ডিজিটাল যুগের দাপট, খেলার মাঠের অভাবে শহুরে শিশুদের কাছে এসব খেলা অচেনা হলেও গ্রামীণ জনপদে এখনো তা একবারেই হারিয়ে যায়নি। খুলনার ডুমুরিয়ার পাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের এমন কিছু ঐতিহ্যবাহী খেলায় মেতে থাকতে দেখা যায়। সরল জীবন যাপনের রঙিন আবহে মাতোয়ারা শিশুদের ছবি ধারণ করেছেন হাবিবুর রহমান।

স্মার্টফোনের মাথাগুঁজে পড়ে থাকার দিনে এমন খেলা কি শহুরে শিশুরা খেলে? ছবি: হাবিবুর রহমান

এমন খেলায় ব্যস্ত থাকলে শিশুর শরীর মন সব কিছুই থাকে ভালো। ছবি: হাবিবুর রহমান

গ্রামে বড় হয়েছেন কিন্তু গোল্লাছুট খেলার স্মৃতি নেই, এমন কি হতে পারে? ছবি: হাবিবুর রহমান

জোরে লাফ দিতে হবে। ছবি: হাবিবুর রহমান

কানামাছি শহুরে শিশুরাও খেলে। তবে গ্রামের অবারিত প্রান্তরে কানামাছি খেলার মজাই একদম আলাদা। ছবি: হাবিবুর রহমান

কানামাছি শহুরে শিশুরাও খেলে। তবে গ্রামের অবারিত প্রান্তরে কানামাছি খেলার মজাই একদম আলাদা। ছবি: হাবিবুর রহমান

বুঝতে হবে শরীরী ভাষা, রিফ্লেকশন থাকতে হবে প্রখর। ছবি: হাবিবুর রহমান

মনসংযোগ বাড়াতে সাহায্য করে গ্রামীন এসব খেলা। ছবি: হাবিবুর রহমান
Comments