এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস করেছেন ৪৯,৯২৩ জন

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন। প্রতীকী ছবি: অর্কিড চাকমা/স্টার
২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন। প্রতীকী ছবি: অর্কিড চাকমা/স্টার

এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আজ রোববার এই তথ্য জানিয়েছে। 

এবছর ৩৭ সরকারি মেডিকেল কলেজের পাঁচ হাজার ৩৮০ আসনে এবং ৬৭ অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ২৯৫ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

'বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল' প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার নম্বর ও এসএসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএ থেকে পাওয়া নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী পাঁচ হাজার ৩৮০ জন (মেধা কোটায় ৫০৭২ জন, পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ৫৬৯ জন ও সংরক্ষিত আসনে ৩৯ জন) পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

মোট এক লাখ চার হাজার ৩৭৪ জন শিক্ষার্থী এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেন।

পরীক্ষায় পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ছিল ২০ হাজার ৪৫৭, যা উত্তীর্ণ প্রার্থীর ৪০ দশমিক ৯৮ শতাংশ।

উত্তীর্ণ নারী শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৪৬৬, যা উত্তীর্ণ প্রার্থীর ৫৯ দশমিক ০২ শতাংশ।

সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

1h ago