এবার ভিসা জটিলতায় রাজকোট বিমানবন্দরে দুই ঘণ্টা আটকে থাকতে হলো রেহানকে

Rehan Ahmed

ভারতে খেলতে আসার জন্য ভিসা পাওয়া নিয়ে সমস্যায় পড়েছিলেন শোয়েব বসির। পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের স্পিনারের ভিসা পাইয়ে দিতে উদ্যোগ নিতে হয় বিসিসিআইকে। এবার পাকিস্তানি বংশোদ্ভূত আরেক ইংল্যান্ড ক্রিকেটার ভিসা জটিলতায় রাজকোট বিমানবন্দরে সমস্যায় পড়েন। যদিও পরে বিশেষ ব্যবস্থায় তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে থাকা ইংল্যান্ড দল তৃতীয় টেস্টের আগে ছুটি কাটাতে চলে গিয়েছিল আবুধাবি। আবুধাবি থেকে আবার ফিরতে গিয়েই বাধে বিপত্তি। এক্ষেত্রে দায় কিছুটা ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজমেন্টেরই। রেহানের কাছে যে ভিসা ছিল সেটি ছিলো সিঙ্গেল এন্ট্রি, ম্যানেজমেন্ট সেটি নজরে আনেননি। একবার ভারত ছেড়ে দ্বিতীয়বার এই ভিসায় ভারতে প্রবেশ করতে গিয়েই সমস্যায় পড়েন তিনি।

দুই ঘণ্টা আটকে থাকার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে বিশেষ ব্যবস্থায় আবারও ভিসা করাতে হয়। এর আগে শোয়েব বসির আবুধাবি থেকে ভারতে ঢুকতে পারছিলেন না ভিসা না পাওয়ায়। তাকে ইংল্যান্ড ফিরে গিয়ে ফের ভিসার আবেদন করতে হয়। এই নিয়ে বেন স্টোকস হতাশা প্রকাশ করেছিলেন। ভারত অধিনায়ক রোহিত শর্মাও শোয়েবের ভিসা দ্রুত হওয়ার আহবান জানিয়েছিলেন। শোয়েব পরে দ্বিতীয় টেস্টের আগে ভারতে আসেন।

১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে  ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। টেস্ট খেলতে দুই দলই গুজরাটের শহর রাজকোটে পৌঁছেছে।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

29m ago