নিউজিল্যান্ডের বিপক্ষে লিড নিয়ে নিল ‘আনকোরা’ দক্ষিণ আফ্রিকা 

হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩১ রানে এগিয়ে আছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ২৪২ রানের জবাবে ২১১ রানে শেষ হয়ে গেছে কিউইদের ইনিংস। কেইন উইলিয়ামসনদের কাবু করতে ৮৯ রানে ৫ উইকেট নেন অফ স্পিনার ড্যান পিডট।
Dane Piedt

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-টোয়েন্টির কারণে আনকোরা তৃতীয় সারির দল নিয়ে নিউজিল্যান্ডে প্রথম টেস্টে উড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে নিজেদের মেলে ধরেছে তারা। নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে লিড নিয়ে নিয়েছে নেইল ব্র্যান্ডের দল।

হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩১ রানে এগিয়ে আছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ২৪২ রানের জবাবে ২১১ রানে শেষ হয়ে গেছে কিউইদের ইনিংস। কেইন উইলিয়ামসনদের কাবু করতে ৮৯ রানে ৫ উইকেট নেন অফ স্পিনার ড্যান পিডট।

আগের দিনের ৬ উইকেটে ২২০ রান নিয়ে নেমে আর ২২ রান যোগ করে শেষ হয় সফরকারীদের ইনিংস। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ডেভন কনওয়ের উইকেট হারায় কিউইরা। ড্যান প্যাটারসনের বলে কিপারের হাতে জমা পড়েন নিউজিল্যান্ড ওপেনার। এরপর টম ল্যাথামকে নিয়ে প্রতিরোধ গড়েন উইলিয়ামসন। ৪০ করা ল্যাথামকে বোল্ড করে ৭৪ রানের জুটি ভেঙে উইকেট নেওয়া শুরু পিডিটের। খানিক পর থিতু থাকা উইলিয়ামসনকেও কাবু করেন তিনি।

আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র থিতু হয়ে কাটা পড়েন সেপো মোরেকির বলে। ভালো শুরু এনে ইনিংস টানতে পারেননি উইল ইয়ংও। টম ব্ল্যান্ডেল, গ্লেন ফিলপসদের ব্যর্থতার মাঝে দ্রুত উইকেট হারায় স্বাগতিক দল। ১৭০ রানে ৮ উইকেট পড়ার পর নেইল ওয়েগনার ২৭ বলে ৩৩ করে দলকে পার করান দুইশোর গণ্ডি।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

1h ago