আর কোনো হোঁচট সামলানোর সামর্থ্য নেই বার্সার: জাভি
একের পর এক হোঁচটে অবস্থা বেশ সংকটাপন্ন বার্সেলোনার। লা লিগার শিরোপা ধরে রাখা কঠিন হয়ে উঠেছে। অবস্থা এমনই যে আর কোনো হোঁচট সামাল দেওয়ার মতো অবস্থানে নেই দলটি। সেলতা ভিগোর বিপক্ষে মাঠে নামার এমনটাই বললেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
লা লিগায় এরমধ্যেই শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়েও পাঁচ পয়েন্ট পেছনে রয়েছে তারা। আর একটি ধাক্কা চার নম্বরে ছিটকে দেবে তাদের। তাতে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াও কঠিন হয়ে যেতে পারে তাদের জন্য।
তবে এতো কিছুর পরও শিরোপা ধরে রাখার আশা ছাড়তে রাজী নন জাভি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছেন তারা। সাম্প্রতিক সময়ে এই মৌসুমের সারপ্রাইজ প্যাকেজ জিরোনা পয়েন্ট হারাতে শুরু করেছে। তবে বার্সাও গত সপ্তাহান্তে রেলিগেশন জোনে থাকা গ্রানাডার সঙ্গে ৩-৩ ড্র করেছে।
তাই ১৭ নম্বর অবস্থানে থাকা সেলতাও ভাবাচ্ছে জাভিকে, 'স্কোয়াড একত্রিত এবং সবাই কঠোর অনুশীলন করছে। তবে আমরা আর কোনো হোঁচট সামলাতে পারব না। আমরা হারানো জায়গা ফেরার পাওয়ার ব্যাপারে ইতিবাচক। আমরা এই দিক দিয়ে কাজ করছি, রক্ষণে উন্নতি করছি, চাপে আছি। এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যা লিগে আমাদের অবস্থানকে উন্নত করবে।'
এদিকে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইতালীয় চ্যাম্পিয়ন নাপোলিতে যাবে বার্সা। তবে সে সব নিয়ে না ভেবে আপাতত তাদের মনোযোগ সেলতাতেই রয়েছে বলে জানান জাভি, 'আমি এখনো নাপোলির কথা ভাবছি না। আমরা দুটি প্রতিযোগিতাতেই পুরোপুরি মনোযোগ দিয়েছি। আমি মনে করি এই মৌসুম এখনও ভালো হতে পারে। আগামী কয়েকটি ম্যাচে দল কীভাবে প্রতিক্রিয়া দেখায় তার উপরই সব নির্ভর করে।'
এই জানুয়ারিতেই বার্সা কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন ৪৪ বছর বয়সী জাভি। তবে সম্ভাব্য সেরা নোটে তার কার্যকাল শেষ করতে চান, 'আমি বার্সাকে ভালোবাসি এবং এই মৌসুমের জন্য আমার যা কিছু আছে তা দেওয়ার চেষ্টা করব।'
Comments