বিপিএল খেলতে ঢাকায় রাসেল-নারিন

গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দেরিতে হলেও চলতি মৌসুমে সেই দুই তারকাকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরমধ্যেই বাংলাদেশে এসেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ সাফল্য পাওয়া এ দুই ক্রিকেটার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে রাসেল ও নারিনকে দলভুক্ত করার বিষয়টি জানায় কুমিল্লা। এ দুই তারকার ছবি আপলোড করে তারা লিখেছে, 'ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য সুনীল নারাইন আর আন্দ্রে রাসেল চলে এসেছেন। এবার হবে মজা!'

এতদিন আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন নারিন। তার দল নকআউট পর্ব থেকে বাদ পড়ে। আরেক তারকা রাসেল খেলছিলেন জাতীয় দলের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ায় সফরের দলে ছিলেন তিনি। যে কারণে এবার কুমিল্লা শিবিরে দেরিতে আসেন তারা।

বর্তমানে চট্টগ্রামে অনুষ্ঠিত বিপিএলের খেলা। তাই ঢাকায় ফিরলেও দলের সঙ্গে যোগ দিতে নারিন ও রাসেলকে উড়াল দিতে হবে সেখানে। সব ঠিক থাকলে কুমিল্লার পরবর্তী ম্যাচে মাঠে নামবেন এ দুই ক্রিকেটারকে। আগামী সোমবার গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা।

চলমান টুর্নামেন্টে নয় ম্যাচে সাতটি জয় ও দুইটি হারে ১৪ পয়েন্ট কুমিল্লার। বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। ১৬ পয়েন্ট নিয়ে এরমধ্যেই প্লে-অফ নিশ্চিত কেবল রংপুর রাইডার্স। তবে অন্য দলগুলোর বেহাল দশায় কুমিল্লারও প্লে-অফে প্রায় নিশ্চিতই বলা চলে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago