‘বাজবল তত্ত্ব কোথায় কাজে লাগল?’

kris srikkanth

রাজকোট ভারতের বিপক্ষে বিধ্বস্ত হওয়া ইংল্যান্ড দলকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বেন স্টোকসদের আক্রমণাত্মক ঘরানার 'বাজবল' তত্ত্বের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

হায়দরাবাদে রোমাঞ্চকর প্রথম টেস্টে ভারতকে হারিয়ে সিরিজ শুরু করলেও পরের দুই টেস্টে খুঁজে পাওয়া যায়নি ইংল্যান্ডকে। বিশাখাপত্তনম ও রাজকোটে টানা দুই জয়ে সিরিজে এগিয়ে গেছে রোহিত শর্মার দল।

বিশেষ করে রাজকোটে সর্বশেষ টেস্টে স্বাগতিকদের কাছে ইংলিশরা হেরেছে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে। সিরিজের এখনো বাকি দুই টেস্ট। ইংল্যান্ডের সিরিজ জেতার সমীকরণ এখনো তাজা। তবু তাদের বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন শ্রীকান্ত।

ইউটিউবে নিজের চ্যানেলে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী তারকা খোঁচা দিয়েছেন ইংল্যান্ডকে, বাজবল তত্ত্বকে বলেছেন অকার্যকর,  'সম্ভব হলে তো পরের ফ্লাইটেই তারা বাড়ি চলে যেত। সেটা সম্ভব নয়, বাকি দুই টেস্ট খেলতে হবে। আমার মনে হয় এসব বাজবল তত্ত্ব অতি প্রচার। কোথায় এটা কাজ করেছে? অ্যাশেজে কাজে লেগেছে?'

টানা দুই হারের পরও নিজেদের ঘরানা থেকে সরবে না ইংল্যান্ড। কোচ ব্র্যান্ডন ম্যাককালাম, যার ডাক নাম থেকেই এসেছে 'বাজবল' তিনিও স্পষ্ট ভাষায় নিজেদের পরিকল্পনায় থাকার কথা জানান।

শ্রীকান্তের মতে, উপমহাদেশের কন্ডিশনে খেলার মতন যথেষ্ট দক্ষতা দেখাতে না পারলে কোন থিউরি কাজে আসবে না,  'আসলে তারা এভাবে খেললে কোন কৌশল কাজে লাগবে না। বাজবল নিয়ে বেশি আলোচনা হয়েছে। এই তত্ত্বকে যৌক্তিক প্রমাণ করতে হলে এরকম কন্ডিশনে খেলার স্কিল দেখাতে হবে। বল ভালো করার সামর্থ্য দেখাতে হবে।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago