ফিলিস্তিনের বিপক্ষে মোরসালিনকে পাচ্ছে না বাংলাদেশ

Sheikh Morsalin
গোলের পর মোরসালিন। ফাইল ছবি

অনেক দিন থেকেই চোটের কারণে দলের বাইরে রয়েছেন বাংলাদেশের তরুণ ফুটবলার শেখ মোরসালিন। সে চোট কাটিয়ে উঠতে পারেননি এখনও। যে কারণে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ডকে পাচ্ছে না বাংলাদেশ।

শৃঙ্খলাজনিত কারণে প্রি-কোয়ালিফায়ারে মালদ্বীপের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচ মিস করেছিলেন মোরসালিন। এরপর লেবাননের বিপক্ষে হোম ম্যাচে ফিরে আসেন তিনি। সমতাসূচক গোলে বাংলাদেশকে ১-১ গোলের ড্রও এনে দেন এই তরুণ। তাকে না পাওয়া বড় ধাক্কাই বাংলাদেশের জন্য।

বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা, 'অবশ্যই তার (মোরসালিন) জন্য দুর্ভাগ্যজনক যে তিনি এই সুযোগ হারাচ্ছেন এবং (ফিলিস্তিনের বিপক্ষে) খেলা মিস করতে চলেছেন।'

তবে মোরসালিনের অনুপস্থিতি অন্যদের জন্য ভালো সুযোগ বলছেন এই স্প্যানিশ কোচ, 'কিন্তু যখন কেউ থাকে না, তখন এটা অন্যদের জন্য একটি সুযোগ। আমার মনে হয় আমাদের দলে বিশেষ কোনো খেলোয়াড় নেই; সম্মিলিত প্রচেষ্টা আমাদের শক্তিশালী করে তোলে। এবং আমি নিশ্চিত যে কেউ আসবে (মোরসালিনের জায়গায়) এবং ভালো পারফরম্যান্স করবে এবং অন্যদের জন্য এটা প্রমাণ করার ভালো সুযোগ যে তারাও এই স্তরে রয়েছে।'

গত ডিসেম্বরের শেষ দিকে ফোর্টিস এফসির বিপক্ষে ফেডারেশন কাপের ম্যাচে ডান পায়ের স্নায়ুতে আঘাত পান মোরসালিন। এরপর থেকে বসুন্ধরা কিংসের হয়ে একটিও ম্যাচ খেলেননি তিনি। বর্তমানে ক্লাব ফিজিওর অধীনে পুনর্বাসনে রয়েছেন এবং পুরোপুরি ম্যাচ ফিটনেস পেতে আরও এক মাস সময় লাগতে পারে তার।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

12h ago