মার্চে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪-৭০ পয়সা বাড়বে: নসরুল হামিদ

মার্চে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪-৭০ পয়সা বাড়বে: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের বুঝতে হবে, আমরা যে জ্বালানি ব্যবহার করি সেটা প্রাইসিংয়ের ওপর বিদ্যুতের দাম নির্ভর করে। আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো যখন নিয়ে এসেছি, সেই সময় ডলারের যে মূল্য আর কয়লার যে দাম ছিল—তার থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। প্রতি ডলারে প্রায় ৪০ টাকার পার্থক্য হয়ে গেছে।'

তিনি বলেন, 'আমরা ৭০ থেকে ৮০ টাকা করে ডলারের মূল্য ধরেছিলাম, যখন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছিল। এখন আমাদের মূল্য ধরতে হয় ১১০ টাকা; সরকারি। বেসরকারি তো আরও বেশি। সুতরাং এই গ্যাপটা আমাদের সমন্বয় করতে হবে। আমরা প্রাইস ইনক্রিজ কখন বলবো? যদি ব্রেক ইভেন্ট থেকে প্রাইস আমরা বাড়িয়ে দেই, তাহলে সেটাকে ইনক্রিজ বলা যায়। কিন্তু যখন আমরা জ্বালানির সঙ্গে সমন্বয় করতে যাব, সব দেশই তা করে—জ্বালানির মূল্যের সঙ্গে বিদ্যুতের দাম ওঠা-নামা করে। সুতরাং এটার সঙ্গে আমাদের সমন্বয় করতে হবে, এছাড়া উপায় নেই।'

নসরুল হামিদ বলেন, 'আমরা এখন যে কাজটা করছি, খুবই অল্প পরিমাণে, ৩৪ পয়সা পার ইউনিট নিচের লেভেলে। আমাদের লাইফ লাইন গ্রাহক আছে প্রায় এক কোটি ৪০ লাখ, যারা চার টাকা করে কেনেন। আর উপরের দিকে যারা আছেন, সাত টাকা করে তাদের চার্জ হয়। আমাদের উৎপাদন খরচ পড়ে গড়ে ১২ টাকা। সরকারের একটা বড় অংশ কিন্তু এখানে ভর্তুকি হিসেবে যোগ হচ্ছে।

'এই ভর্তুকির পরিমাণ আরও বেশি বেড়েছে ডলারের দামের কারণে। আমরা যদি এটা সময় মতো সমন্বয়ে না যাই ধীরে ধীরে; আমাদের লক্ষ্য হলো আগামী তিন বছর আমরা এটাকে (বিদ্যুতের দাম) সমন্বয় করব। যাতে একটা সহনীয় পর্যায়ে থেকে সমন্বয় হয়, সেটার একটা ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা যাচ্ছি ৩৪ পয়সা, উপরের লেভেলে হয়তো ৭০ পয়সা; এভাবে আমরা দাম নতুন করে সমন্বয় করছি,' বলেন তিনি।

নসরুল হামিদ আরও বলেন, 'আমরা চাচ্ছি, মার্চের প্রথম সপ্তাহ থেকে এটা শুরু হবে এবং পরবর্তী সময়ে হয়তো দুই-তিনবার আমরা খুব অল্প পরিমাণে সমন্বয় করবো।'

মার্চের প্রথম সপ্তাহ থেকে তেলের দাম সমন্বয় শুরু হবে বলেও এ সময় জানান তিনি।

Comments

The Daily Star  | English
Election in Bangladesh

Why are we trying to make the election uncertain?

Those who are working to prevent the election should question themselves as to how the people will be empowered without one.

12h ago