শ্রীপুরে হঠাৎ অর্ধশতাধিক পাখির মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে সিটপাড়া গ্রামে একটি পোশাক কারখানার পাশে পাখিগুলো মৃত অবস্থায় পাওয়া যায়। ছবি: সংগৃহীত

গাজীপুর জেলার শ্রীপুরের একটি গ্রামে হঠাৎ অর্ধশতাধিক পাখির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রীপুরের বরমী ইউনিয়নের সিটপাড়া গ্রামে একটি পোশাক কারখানার পাশে পাখিগুলো মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, পাখিগুলোর বেশিরভাগই ঘুঘু, এছাড়া শালিক ও খেচখেঁচিয়া (স্থানীয় নাম) এবং আরও বেশকিছু জাতের পাখি আছে।

সিটপাড়া গ্রামের বাসিন্দা আসাদ মিয়া ডেইলি স্টারকে বলেন, 'সকালে কয়েকজন নারী ও শিশুকে মৃত পাখিগুলো এনে এক জায়গায় স্তূপ করে রাখতে দেখি। পরে আমি পাখিগুলোর ছবি সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করেছি।'   

স্থানীয়রা অবশ্য বলছে, ওই এলাকায় গত কয়েকদিন কোনো কীটনাশক প্রয়োগ করা হয়নি। কিন্তু, পাখিগুলো কীভাবে মারা গেছে, এরও সঠিক কোনো উত্তর দিতে পারেনি কেউ।

এক শিশু জানায়, সে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ উপর থেকে কয়েকটা পাখি নিচে পড়তে দেখে।

গাজীপুর পরিবেশ আন্দোলন সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাখি মারা যাওয়া বিষয়ে খোঁজ নিয়ে দেখতে হবে। এটা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানাতে হবে।'

ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, 'সিটপাড়া গ্রামে গার্ডেনিয়া নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরির পাশে পাখিগুলো মারা গেছে। আমি ওই এলাকায় লোক পাঠিয়েছি। কেন পাখি মারা গেছে বিষয়টি জানা দরকার।'

যোগাযোগ করা হলে ঢাকা বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এতগুলো পাখি মারা যাওয়ার পেছনে কারখানার কোনো প্রভাব আছে কি না, তার খোঁজ নিচ্ছি।'

Comments

The Daily Star  | English

RMG leaders urge rate cuts, energy fixes as US tariffs loom

Industry leaders urged the government to urgently address these domestic constraints.

1h ago