অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নামার আগে ধাক্কা খেল নিউজিল্যান্ড

Devon Conway

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি থেকে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। বুড়ো আঙুলের চোটে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ওয়েলিংটন টেস্টে তিনি থাকছেন না বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

অকল্যান্ডে শুক্রবার অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বাম হাতের বুড়ো আঙুলে চোট পান বাঁহাতি ব্যাটার। পরীক্ষার পর দেখা যায় কনওয়ে আপাতত খেলার মতন পরিস্থিতিতে নেই।

কনওয়ে ছিটকে পড়ায় তার জায়গায় আরেক অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার হেনরি নিকোলসকে স্কোয়াডে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

কনওয়ে ছিটকে পড়ায় হতাশা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড, 'গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কনওয়ের ছিটকে পড়া হতাশাজনক। সে ক্লাস খেলয়াড়। টপ অর্ডারে খেলত এবং আমি জানতাম সে এই সিরিজের দিকে তাকিয়ে ছিলো।'

তবে নিকোলসের উপর ভরসা রাখছেন তিনি, 'এটা ভালো যে নিকোলসের মানের খেলোয়াড়কে ডাকতে পেরেছি আমরা। তার অনেক অভিজ্ঞতা, বিভিন্ন পজিশনেও খেলতে পারে।'

আগামী ৮ মার্চ থেকে ক্রাইস্টচার্চে শুরু হওয়া পরের টেস্টেও কনওয়ে অনিশ্চিত। তাকে পাওয়া যাবে কিনা সেটা জানতে উদগ্রিব কিউই ম্যানেজমেন্ট।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago