দেশে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ, চূড়ান্ত তালিকা প্রকাশ
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে এই তালিকা প্রকাশ করেন।
চূড়ান্ত তালিকায় দেখা গেছে, এ বছর দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন ও হিজড়া ৯৩২ জন।
ঢাকার বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।
Comments