বান্দরবানে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে
বান্দরবানে ছাত্রকে (১১) ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে বান্দরবান শহরের ইসলামী শিক্ষা কেন্দ্র থেকে হাফেজ আব্দুল্লাহ আনোয়ারকে (২১) আটক করা হয়।
আটককৃত শিক্ষক কক্সবাজার জেলার রামু থানার টেক পাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে বলে প্রাথমিক পরিচয়ে নিশ্চিত করেছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল রাত ১১টার দিকে শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আনোয়ার ভুক্তভোগী শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে আসে। পরে তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে। আজ সকালে ভুক্তভোগী শিশুটির বাবা ছেলের সাথে মাদ্রাসায় দেখা করতে আসলে সে ঘটনার বিস্তারিত জানায়।
বিষয়টি এলাকার স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তাকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, এ ঘটনায় ওই শিক্ষককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কোর্ট পুলিশের দায়িত্বরত কর্মকর্তা বিশ্বজিৎ সিংহ দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে বেলা আড়াইটার দিকে জেলা আমলী আদালতে তোলা হয়। আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড সৈয়দা সুরাইয়া আক্তার অভিযুক্ত আসামীকে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতন দমন আইন ২০১৮ এর ৯(ক) ধারায় অপরাধ গণ্য করে (জামিন অযোগ্য) জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
Comments